প্যারাডাইস ক্যাবলসের শ্রমিকদের আন্দোলন চলমান থাকার পরও কোন সুরাহা হচ্ছে না অসহায় শ্রমিকদের । প্রতারণা আশ্রয় নিয়ে প্যারাডাইস ক্যাবলসের মালিকপক্ষ ব্যাংকের টাকা আত্মসাৎ করে কানাডার বেগমপাড়ায় বসতী গড়েছেন বলেও চাউর রয়েছে
৬ ফেব্রুয়ারী সকাল ৮টায় প্যারাডাইস কেবলস কারখানা অভ্যন্তরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে শ্রমিকেরা।
প্যারাডাইজ কেবলস লিঃ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দেলোয়ারের সভাপতিতে বক্তব্য রাখেন শ্রমিকনেতা অ্যাডভোকেট মন্টু ঘোষ, শ্রমিক নেতা ইকবাল হোসেন ইউনিয়নের সহ সভাপতি আঃ কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ, অর্থ সম্পাদক মো. ডালিম ও শাহিনা মজুমদার প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের ফলে আমরা কারখানা খুলতে পেরেছি। ঢাকা শ্রমভবন ঘেরাওয়ের ফলে শ্রম মন্ত্রীর উপস্থিতিতে মালিক পক্ষ আমাদের দাবি মেনে কারখানা চালানোর ঘোষণা দেন। আমাদের বকেয়া বেতন সহ যাবতীয় পাওনাদির প্রশ্নে মালিক পক্ষ আমাদেরকে বলেন বর্তমানে আমরা সংকটে থাকার কারণে বর্তমানে ৫০ভাগ বেতন প্রতিমাসে ১০ তারিখের মধ্যে পরিশোধ করবেন। জানুয়ারি থেকে প্রতি মাসের পুর্নবেতন মাসের ১০ তারিখে পরিশোধ করবেন। আমাদের সাথে বসে আলোচনার মাধ্যমে সকল দাবি মেনে নিবেন। পরবর্তিতে পর্যায়ক্রমে বকেয়া বেতন সহ পাওনা পরিশোধ করার কথা বলেন আমরা বৃহত্তর স্বার্থের কথা বিবেচনাকরে শ্রমিকদের সাথে আলোচনা করে মেনে নেয়। কিন্তু মালিকপক্ষ কথা রাখেন নাই তাই আমরা বাধ্য হয়ে বৃহত্তর আন্দোলনে যাচ্ছি। আমাদের ৭দফা আদায়ে আমরা সর্বাত্মক আন্দোলন গড়ে তুলবো কঠোর লড়াই সংগ্রামের মাধ্যমে আমাদের দাবি আদায় করবো।









Discussion about this post