নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার শীতার্ত মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ৯ হাজার কম্বল অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে বিতরণ করেছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এসময় তিনি বলেছেন,‘বাংলাদেশের মানুষ যেন ভালো থাকে সেজন্য ঐকান্তিক ভাবে চেষ্টা করে যাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী। তাহলে আমাদেরও উচিত ওনার জন্য দোয়া করা, ওনার দিকে খেয়াল রাখা।’
২৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে শহরের নিতাইগঞ্জ এলাকায় সিটি করপোরেশনের নগর ভবন প্রাঙ্গনে প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার হতে প্রাপ্ত কম্বল বিতরণ করা হয়। এর মাধ্যমে সিটি করপোরেশন এলাকায় কম্বল বিতরণের উদ্বোধন করেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ‘প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার হতে অসহায় শীতার্তদের মাঝে বিতরণের জন্য ৯ হাজার কম্বল দেওয়া হয়েছে। আজকে ১০০ অসহায় মানুষের মধ্যে বিতরণের মধ্যে দিয়ে কম্বল বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মেয়র। এগুলো সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে সমান ভাবে ভাগ করে দেওয়া হবে। ওইসব ওয়ার্ডের অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে বিতরণের জন্য। ওয়ার্ডের কাউন্সিলরা এগুলো বিতরণ করবেন। পর্যায় ক্রমে প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার থেকে আরো পাঠাতে পারে।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘শীতে সিটি করপোরেশনের অসহায় মানুষের জন্য কম্বল পাঠিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যখন কোভিড-১৯ শুরু হয় তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী চাল, ডাল, টাকা সব পাঠিয়েছে। নিশ্চিয় আপনারা অনেকে পেয়েছেন। অনেকেই বয়স্ক ভাতা পান, বিধবা ভাতা, প্রতিববন্ধী ভাতা পান। এসবগুলোই করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহলে আমাদেরও উচিত ওনার জন্য দোয়া করা, ওনার দিকে খেয়াল রাখা।’
নগরবাসীর উদ্দেশ্যে মেয়র আইভী বলেন, ‘আপনারা সময় মতো নগরীর ট্যাক্স পরিশোধ করবেন। যতটুকুই পারেন বা যার যতটুকু ট্যাক্স আছে। নিয়ম-কানুন মেনে চলবেন। ইনশাল্লাহ, আমরা আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে চাই।’ এসময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা, কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস সহ সিটি করপোরেশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।’









Discussion about this post