নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
‘জন প্রতিনিধি গোপনে জায়গা করে নেবো, আবার মায়াকান্না করবো, সেটা হবে না। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পেছনে কারা জায়গা বিক্রি করেছে সেটা সকলের জানা দরকার। আমি চাই নারায়ণগঞ্জবাসী আমার পাশে এসে দাঁড়াক।’ ‘আমি পার্ক করে দিয়েছি। এটা রক্ষার দায়িত্ব নারায়ণগঞ্জবাসী । জায়গা রেলওয়ে মাথায় করে নিয়ে যাবে, বিক্রি করে দিবে, মুক্তমঞ্চ করতে দেবে না তা কিন্তু হবে না । পুকুর রক্ষা করেছি শহরের মানুষের জন্য। আমাদের পূর্ব পুরুষদের জায়গা রেলওয়ে অধিগ্রহণ করেছে বিক্রির জন্য না। নারায়ণগঞ্জবাসীকে রুখে দাঁড়াতে হবে।’
এবাবেই কঠোর ভাষায় পার্ক বিষয়ে সাম্প্রতিক ঘটনার উপর মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র সেলিনা হায়াৎ আইভী
আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে ২৪ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলামের ১১টি চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেয়র আইভী ।
এর আগে নারায়ণগঞ্জ শহরের দেওভোগে সিটি করপোরেশনের উদ্যোগে নির্মাণাধীন শেখ রাসেল নগর পার্কের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে ।
নারায়ণগঞ্জ মহা নগরীর দেওভোগ এলাকায় নানা রাজনৈতিক কারণে পেরিত্যাক্ত জমির উপর সিটি কর্পোরেশন গত কয়েক বছর যাবৎ পার্ক নির্মান কাজ চালিয়ে আসছিলো । প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পার্ক নির্মান কাজের উদ্ভোধন করেছিলেন ।
এতো বছর পর ২৩ অক্টোবর বুধবার দুপুরে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ওই পার্ক পরিদর্শন করে কাজ বন্ধ ও আটকের নির্দেশ দেন।
রেলমন্ত্রীর সঙ্গে তখন জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত থাকাবস্থায় গণমাধ্যমকে মন্ত্রী বলেন, ‘এ সম্পত্তির মালিক রেলওয়ে । এখানে অন্য কেউ কাজ করতে কিংবা জমি নিতে চাইলে নিয়ম আছে। অবশ্যই সেটা মানতে হবে। আমাদের জায়গা আমাদের দখলে রাখতে যা ব্যবস্থা করার দরকার আমরা করবো। কিন্তু সেখানে গায়ের জোরে কোন কাজ করতে দেওয়া হবে না।’
রেলমন্ত্রীর আগমন ও উচ্ছেদ কার্যক্রমসহ নানা ঘটনার প্রেক্ষিতে মেয়র আইভী শহরের এই পার্ক রক্ষা করতে সকলের সহযোগিতা কামনা করেন ।









Discussion about this post