নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
সারাদেশের ডাকাতি অথবা চুরি হওয়া স্বর্ণালংকার ক্রয় বিক্রয়ের মূল হোতা লক্ষন বর্মনকে ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠিয়েছে ফতুল্রা থানা পুলিশ । একই সাথে দারোগা জহিরের বাড়ীতে ডাকাতির ঘটনায় জড়িত থেকে কি করে দূর্ধর্ষ চুরির ঘটনায় সরাসরি জড়িত থাকায় ডাকাত সর্দার আনোয়ার হোসেন ও তার স্ত্রী রিনা বেগম নারায়ণগঞ্জ আদালতের সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাহমুদুল মহসিনের খাস কামড়ায় ১৬৪ দারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
একই সাথে নারায়ণগঞ্জ শহরের কালীরবাজারের চেরাই বা ডাকাতির ঘটানায় লুট করা স্বর্ণ ক্রয় বিক্রয়ের মূল হোতা লক্ষন বর্মন রিমান্ড শুনানী আগামী বরাববার ১২ মে শুনানীর দিন ধার্য় করে আসামীদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিজ্ঞ বিচারক ।
ফতুল্রা থানার একাধিক সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কালীরবাজারের কার্তিক জুয়েলার্স, প্রিয়াংকা জুয়েলার্স সহ প্রায় ৬/৭টি জুয়েলারী দোকানের মালিক লক্ষন বর্মনকে গ্রেফতার করে থানায় নিয়ে আনার পর শহরের একাধিক প্রভাবশালী ব্যক্তি ব্যাপক তদ্বির চালায় । কয়েক লাখ টাকা নিয়ে তানায় ঘুরঘুর করলেও শেষ রক্ষা হয় নাই লক্ষন বর্মনের ।
১৬৪ দারায় জবানবন্দি ও মামলার বিষয়ে ফতিুল্রা থানার দারোগা খালেকুজ্জামান নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে জানান, গত বছর ৬ সেপ্টেম্বর সকাল ১০ টায় দারোগা জহিরের দাপা ইদ্রাকপুর আদর্শনগরস্থ বাসভবনে তার বৃদ্ধা মায়ের চোখে স্প্রে করে ডাকাতির ঘটনা ঘটায় । এ ঘটনায় মামলা দায়েরর পর দীর্ঘ তদন্তে পুলিশে আসামী গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে আসামীরা জানায় মূলতঃ সারাদেশের চোরাই ও ডাকাতিকৃত স্বর্ণ কিনে রাখেন শহরের কালীরবাজার স্বর্ণপট্টির কার্তিক বর্মনের ছেলে লক্ষন বর্মন ।
লক্ষন বর্মন গত কয়েক বছর যাবত এই চোরাকারবারীর ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন । নারায়ণগঞ্জ শহরের অর্ধ ডজন স্বর্ণ দোকান ছাড়াও বাড়ী, ফ্লাট, গ্রামের বাড়ী চাদপুর জেলার মতলব থানার পশ্চিম বাইশকুর বালুচর জালবাড়ি এলাকায় বিশাল সম্পদের পাহাড়ও গড়ে তুলেছে এই লক্ষণ ও তার পরিবার। এই স্বর্ন চোরাকারবারীর টাকায় অপর দুই বাইকে বিদেশে পাটায় । এ ছাড়াও লক্ষন বর্মনের সন্তানকে বিদেশে রেখে লেখাপড়াসহ ভারতেক বিশাল সম্পদ গড়ে তুরেছে বলে চাউর রয়েছে স্বর্ণপট্টিতে
ফতুল্লা থানার দারোগা খালেকুজ্জামান আরো বলেন, মামলাটির সকল তথ্য উপাত্ত আমাদের হাতে পেয়েছি । লক্ষণ খুবেই ধূর্ত মানুষ । তার সকল অপরাধের তথ্য আমাদের কাছে আসতে শুরু করেছে । এই চক্রটি কয়েকটি হত্যাকান্ডে ঘটিয়ে স্বর্ণালংকার লুটের সাথেও জড়িত । যা অচিরেই বেড়িয়ে আসবে তদন্তে ।









Discussion about this post