নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা এলাকায় রাজিব হত্যা মামলায় এজাহার আসামী চাঁদ সিকদার সেলিম ও সোলেয়মান ওরফে কুট্টি কে মঙ্গলাবার গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
দুপুরে তাদের কে গ্রেফতার করা হয় বলে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন নিশ্চিত করেছেন।
চাঁদ সিকদার সেলিম কে গ্রেফতারের ঘন্টা খানেক ব্যবধানে মামলার এজাহার ভুক্ত ১০ নং আাসমী পাগলা বৌ বাজারের সাত্তার মুন্সির পুত্র সোলেয়মান ওরফে কুট্টি(৩৭) কে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ । এর আগে পুলিশ পাগলা বৌ বাজার বটতলা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহার ভুক্ত ৮ নং আসামী চাদ সিকদার সেলিম কে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। তাদের কে গ্রেফতার করা হয়েছে বলে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, রাজিব হত্যাকান্ডর ঘটনায় মঙ্গলবার সকালে নিহত রাজিবের বাবা আসু মিয়া তালুকদার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। তিনি আরো বলেন খুব শীঘ্রই মামলার এজাহার ভুক্ত আরো আসামীকে আইনের আওতায় আনা হবে।
রাজিব খুনের ঘটনা ছাড়াও নানা কারণে ফতুল্লার পাগলা এলাকায় নিজেদের প্রভাব সমুন্নত রাখতে একটি রাজনৈতিক পক্ষ যারা সার্বক্ষণিক চাঁদাবাজিসহ নানা অপকর্ম চালিয়ে আসছিলো। সেই প্রভাবশালী লেবাসধারী চক্রটি হত্যাকান্ড, মামলা, হয়রানিসহ প্রতিপক্ষদের ঘায়েল করতে গভীর চক্রান্ত চালিয়ে যাচ্ছে বলে এলাকার অনেকেই মন্তব্য করেছেন ।
উল্লেখ্য, ফতুল্লার পাগলায় সোমবার মিঠুন বাহিনীর হামলায় আহত রাজিব ওরফে ভিপি রাজিব (২৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় মারা যায়। এর আগে সোমবার দুপুরে পূর্ব শত্রুতার জের ধরে পাগলা জেলে পাড়া এলাকায় ভিপি রাজিবকে মোবাইল ফোনের মাধ্যমে বাসা থেকে ডেকে নিয়ে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে কুপিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীনাবস্থায় সোমবার রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় ভিপি রাজিব।
এ ঘটনায় রাজিবের বাবা আসু মিয়া তালুকদার বাদী হয়ে পাগলা জেলেপাড়ার মিঠুন(৩৭), রাব্বি(২৪), ইয়াসিন(২০),কাউছার (২৭), মিলন(৪০), আলামিন অরুফে কেবলা আলামিন(২৭), সানজিদ(৩৭), চাঁদ শিকদার সেলিম(৩৫),ফয়সাল (২২), সোলেমান ওরফে কুট্টি (৩৭), আ: জলিল (৫০), মানিক ওরফে কুত্তা মানিক (৪০)সহ অজ্ঞাত আরো ১৫/২০জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা (০৬/০৪/২০২০) দায়ের করেন।









Discussion about this post