নিজস্ব প্রতিবেদক
ফতুল্লার দাপায় সংঘটিত হয়েছে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা।অজ্ঞাত ডাকাত দল এ সময় নিরাপত্তারক্ষীর হাত- পা বেধে কুপিয়ে রক্তাক্ত জখম করে বাড়ী নির্মানের জন্য রাখা ৪ টন রড নিয়ে যায় বলে জানা যায়।
ঘটনাটি ঘটেছে শুক্রবার(১১সেপ্টেম্বর) দিবা গতরাত রাত ৩ টায় ফতুল্লার দাপা ইদ্রাকপুর সাহারা সিটি এলাকায়।
এমন ডাকাতির ঘটনায় ফতুল্লার অনেকেই বলেন, প্রতিদিন সন্ধ্যার পর থেকে রাত বাড়তে থাকায় অপরাধীদের দৌড়াত্ম যেন মারাত্মক আকার ধারণ করে । পুলিশের টহল টিম দেখলে অপরাধীরা গাঢাকা দেয় আবার পুলিশ চলে যেতে দেখলে আবার সক্রিয় হয়ে উঠে অপরাধীরা । যা সকল এলাকায় আতংকের বিষয় হয়ে দাড়িয়েছে ।
ঘটনার বিবরনীতে আহত নিরাপত্তারক্ষী কামাল হোসেন জানান,সাহারা সিটির ভিতরে মাজারুল ইসলাম মামুনের বাড়ী নির্মানের কাজ চলছে। ছাদ ঢালাই দেওয়ার জন্য রড এনে রেখেছিলো।শুক্রবার দিবাগত রাত তিনটার সময় একটি ট্রাক এসে রাস্তায় থামে এবং ট্রাক থেকে নেমে দুইজন লোক তার সামনে আসে।কিছু বুঝে উঠার আগেই লোক দুটি তার গলায় ছুরি ধরে এবং তাকে নির্জন স্থানে নিয়ে গামছা হাত-পা.মুখ বেধে ফেলে। এতে তিনি বাধা দিতে চাইলে গলায় ও হাতে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। পরে আরো ৪/৫জন ট্রাক নিয়ে এসে বাড়ী নির্মান করার জন্য নিয়ে আসা রড ট্রাকে তুলে রড নিয়ে চলে যায়।
এ বিষয়ে বাড়ীর মালিক মাজহারুল ইসলাম মামুন জানান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।









Discussion about this post