ফতুল্লায় ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিল্পী আক্তার নামে এক গৃহবধূ এবং তাসমিম নামে এক কিশোরী গলায় ফাঁস দেয়া রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে ।
মঙ্গলবার (৬ জুলাই) সন্ধ্যার পর পৃথক এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মুন্সিগঞ্জ দশকানি গ্রামেরর হুমায়ন ও তার স্ত্রী শিল্পী আক্তার (৩০) দুই সন্তান নিয়ে ইজিবাইকে ফতুল্লার পঞ্চবটির দিকে যাওয়ার সময় জেলা পুলিশ লাইনের কাছে বাইক থেকে সড়কে পড়ে যায়। তখন পিছন থেকে আসা আরেকটি ইজিবাইকের চাকা শিল্পির গলার উপর দিয়ে চলে যায়। এসময় চাপা দিয়ে ইজিবাইকটি দ্রুত পালিয়ে গেলে শিল্পীকে উদ্ধার করে দ্রুত শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
অপরদিকে খুলনার শরনখোলা এলাকার এনামুল কবির স্ত্রী সন্তান নিয়ে ফতুল্লার শিয়ারচর এলাকার রবি হাজীর বাড়িতে ভাড়ায় বসবাস করেন।
পরিবারের দাবী ভাড়াটিয়া বাড়িতে নিজেদের কক্ষে সন্ধ্যায় গলায় ফাঁস দেয় এনামুলের মেয়ে তাসমিম (১৫)। বিষয়টি তাৎক্ষনিক বুঝতে পেরে দরজার লক ভেঙ্গে তাসমিমকে উদ্ধার করে তার বাবা ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়। কিশোরী তাসমিমকে হাসপাতালে নিয়ে আনার পর পরিবারের লোকজন রহস্যজনক আচরণ করে । পরিবারের সদস্যদের এমন রহস্যজনক আচরণ করায় তাসমিমের মৃত্যুর নেপথ্যে ভিন্ন কোন কারণ থাকতে পারে বলেও ধারণা হাসপাতাল সংশ্লিষ্ট অনেকের ।
সেখানে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশ দুটি ভিক্টোরিয়া হাসপাতালে আছে।








Discussion about this post