ফতুল্লার চিহ্নিত অসাধু একটি চক্র নারায়ণগঞ্জ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নাম ব্যবহার করে অসাধু পন্থায় চিকিৎসক ও ফার্মেসিস্ট তৈরির কারখানা চালিয়ে যাচ্ছে । এই অসাধু চক্রের হোতাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ অসংখ্য অপরাধের অভিযোগ থাকলেও অজ্ঞাত কারণে আইনশৃঙ্খলা বাহিনী এমন অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করায় প্রতিনিয়তঃ ফতুল্লার প্রতিটি পাড়া মহল্লায় দোকান ভাড়া নিয়ে অনেক অসাধুরাই চালিয়ে যাচ্ছে এমন অপচিকিৎসা
নিজস্ব প্রতিবেদক
সদর উপজেলার ফতুল্লার মুসলিম নগরে ৮ বছর বয়সী আব্দুল্লাহ নামক এক শিশুর সুন্নতে খতনা করতে গিয়ে লিঙ্গ কর্তনের অভিযোগ পাওয়া গেছে হাতুড়ে ডাক্তার মোঃ মোক্তার হোসাইন সরকারের বিরুদ্ধে ।
এ ঘটনায় ভুক্তভুগী শিশুটির পিতা মোঃ সোহেল আলম (৪০) বাদী হয়ে ফতুল্লা থানার মুসলিম নগরের মৃত সাহাবুদ্দিনের পুত্র ও সাহাবুদ্দিন ফার্মেসীর পরিচালক হাতু্ড়ে ডাক্তার মোঃ মোক্তার হোসাইন সরকার ও অজ্ঞাতনামা অপর এক সহোযোগিকে আসামী করে রবিবার (১৪ জুন) ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
বাদীর লিখিত এজাহারের ভিত্তিতে জানা যায় যে, চটকদারী বিজ্ঞাপনে আকৃস্ট হয়ে বাদী গত মাসের ২৪ তারিখ সকালে তার ছেলের সুন্নতে খতনার জন্য মুসলিমনগরস্থ সাহাবুদ্দিন ফার্মেসীর মালিক মোক্তার হোসাইন সরকারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে তার ছেলেকে সুন্নতে খতনা করার প্রস্তাব দেয়।
একই দিন দুপুর তিনটার দিকে মোক্তার হোসাইন সরকার তার এক সহোযোগিকে নিয়ে তার পূ্র্ব গোপালনগর বাসায় এসে তার ছেলের সুন্নতে খতনা করায়। সুন্নতে খতনা করাকালীন সময়ে বিবাদীরা তার ছেলের লিঙ্গের সামনের বেশী অংশ কেটে ফেলে এতে করে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। তারা বিষয়টি বাসার কাউকে না বুজতে দিয়ে তড়িঘড়ি করে ব্যান্ডেজ কর তার ছেলেকে ঘুমের ঔষধ সেবন করিয়ে দিয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরবর্তীতে রক্তক্ষরণের মাত্রা বৃদ্ধি পেলে বিষয়টি বিবাদীকে ফোন করলে জানালে তেমন কোন সমস্যা নয় বলে জানায়। একই সাথে তাকে বলে যে তার ছেলেকে যেনে ঘুম থেকে ডেকে তোলা না হয়। কিন্তু রক্তক্ষনের মাত্রা বৃদ্ধি পেলে তার ছেলে কে একই দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে কর্তব্যরত চিকিৎসকরা সেখান থেকে শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে গিয়ে ভর্তি করার পরামর্শ প্রদান করলে সেখানেই পরবর্তীতে তার ছেলের চিকিৎসা করানো হয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, অভিযোগের সত্যতা পেয়ে বাদীর লিখিত অভিযোগটি মামলা হিসেবে গ্রহননকরা হয়েছে।ঘটনার পর থেকে আসমীরা পলাতক রয়েছে।আসামাীদের গ্রেফতারের চেস্টা করা হচ্ছে বলে তিনি জানান।









Discussion about this post