রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে মাইক্রোবাস পদ্মা নদীতে পড়ে গেছে। মাইক্রোবাসে যাত্রী ছিল কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি। তবে চালক নিখোঁজ রয়েছে।
আজ মঙ্গলবার (১১ মে) বেলা সাড়ে ১১ টার দিকে দৌলতদিয়া ৫ নং ফেরি ঘাটে এই দুর্ঘটনা ঘটে। নদীতে পড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, মাইক্রোবাসটি সম্ভবত ঢাকাতে যাত্রী আনার জন্য যাচ্ছিল। আমি সংবাদ পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিস ও অন্যান্য উদ্ধার কর্মীদের ঘটনাস্থলে পাঠিয়েছি এবং উদ্ধার কাজ চলছে।
শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে চলছে ১৪ ফেরি, নেই মানুষের ভিড়: মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার রুটে আজ মঙ্গলবার (১১ মে) থেকে ১৪টি ফেরি চলাচল করছে ।








Discussion about this post