জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ও পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমসহ প্রশাসনের উর্ধ্বতনরা।
আজ রোববার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় নগরীর চাষাঢ়া বিজয়স্তম্ভে ওই পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার উপ-পরিচালক (উপসচিব) ফাতেমা তুল জান্নাত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম বেপারী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তোফাজ্জল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা প্রমুখ।

এ সময় জেলার স্বাস্থ্য বিভাগ, নারায়ণগঞ্জ জেলা কারাগার, কলকারখানা অধিদপ্তর, মুক্তিযোদ্ধা সংসদ, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর, নারয়ণগঞ্জ লেডিস ক্লাব, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, জেলা শিক্ষা অফিসসহ বিভিন্ন সরকারি বেসরকারী প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা একে একে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া সকালে শহরের ২নং রেল গেইট এলাকায় বঙ্গবন্ধুর ম্যুরালে ভাস্কর্যে নারায়ণগঞ্জ সিটি মেয়র ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেছেন।
এছাড়া ২নং রেলগেট সংলগ্ন আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা পৃথক পৃথকভাবে পুস্পস্তবক অর্পণ করে।
এছাড়া নারায়ণগঞ্জ জেলা জুড়েই কয়েক শতাধিক স্পটে দু:স্থদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। বিভিন্ন সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সরকারি হাসপাতালগুলো ও এতিমখানায় রান্না করা উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।









Discussion about this post