বন্দরে স্বল্পের চকস্থ কুতুববাগ দরবার শরিফের প্রধান ফটকের সামনে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ খবর পাওয়া গেছে।
শুক্রবার ১০ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে বন্দর কুতুববাগ দরবার শরিফ কর্তৃপক্ষ এ মরদেহটি দেখতে পেয়ে স্থানীয় কাউন্সিলর ও থানা প্রশাসনকে অবহিত করে।
জানা গেছে, বিগত কয়েকদিন পূর্বে বন্দর কুতুববাগ দরবার শরিফের প্রধান ফটকের সামনে কে বা কারা একটি বৃদ্ধাকে (৮৫) অসুস্থ অবস্থায় ফেলে রেখে যায়। ওই বৃদ্ধা নারী ওখানেই মুমুর্ষ অবস্থায় মাটিতে বসে বসে কান্নাকাটি করত ও হাতে তব্জী নিয়ে বসে থাকত। স্থানীয় এলাকাবাসী ও কুতুববাগ দরবার শরিফে আগত ভক্তরা তাকে পরিচয় জানার চেষ্টা করলেও বৃদ্ধা মহিলাটি কথা বলতে পারত না।
বৃহস্পতিবার বিকেলে ওই বৃদ্ধা মহিলাটি দরবারের সামনে শুয়ে থাকতে দেখে কুতুববাগ দরবারের লোকজন তাকে খাবার কিনে দেয়।
শুক্রবার সকালে ওই বৃদ্ধা মহিলা অনাহারে অবহেলায় মৃত্যুবরন করে। স্থানীয় এলাকাবাসী বৃদ্ধার মরদেহ দেখতে পেয়ে স্থানীয় ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান ও বন্দর থানা প্রশাসনকে অবহিত করে। পরে পুলিশ এসে ওই বৃদ্ধা মহিলার ফিঙ্গার প্রিন্ট ও ছবিসহ পরিচয় সনাক্তের জন্য পাঠায় এবং মরদেহটি স্থানীয় কাউন্সিলর দুলাল প্রধানের তত্ত্বাবধায়নে দাফন সম্পন্ন করা হয়।









Discussion about this post