তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে দুই গ্রুপের সংঘর্ষে জুয়েল (২৫) নামের এক যুবক নিহত হয়েছে।
বুধবার ৭ এপ্রিল রাতে মদনপুরের আন্দিরপাড় এলাকাতে ওই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই এলাকার আনোয়ার মিয়ার ছেলে।
জানা গেছে, মদনপুরে তোতা মিয়ার ছেলে আলিম ও সেলিমের সঙ্গে জুয়েল ও সোহেলের বিরোধীতা ছিল। এলাকাতে পারিবারিক তুচ্ছ ঘটনায় তাদের বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে ৭ এপ্রিল রাতে মদনপুরে জুয়েলকে ছুরিকাঘাত করে আলিম ও সেলিম সহ আরো লোকজন। পরে জুয়েলকে স্থানীয় বারাকা হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।এখনো পর্যন্ত পূর্ণায় তথ্য পাওয়া যায় নাই ।









Discussion about this post