নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় চালককে ছুরিকাঘাতে হত্যার পর তার অটোরিকশাটি নিয়ে গেছে যাত্রীবেশী ছিনতাইকারীরা।
১৮ ফেব্রুয়ারী বুধবার রাত ১১টার দিকে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দী কুড়িয়াভিটা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত অটোরিকশাচালকের নাম মো. সাদেক মিয়া (৪৫)। তিনি বন্দর ইউনিয়নের তিনগাঁও এলাকার দ্বীন মোহাম্মদ মিয়ার ছেলে। নিহত সাদেক কলাগাছিয়া ইউনিয়নের চড়ঘারমোরা গ্রামের আবুল বাসার মিয়ার বাড়িতে ১০ বছর ধরে ভাড়া থাকতেন।
এলাকাবাসী জানান, ছিনতাইকারীরা যাত্রীবেশে সাদেক মিয়ার অটোরিকশায় উঠে কলাগাছিয়া বুরুন্দী কুড়িয়াভিটা এলাকায় নিয়ে যায়। এর পর সংযোগ সড়কের পাশে নির্জন স্থানে নিয়ে চালককে ছুরিকাঘাত করে হত্যার পর অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
পরে পুলিশ ঘটনাস্থল এসে সাদেকের মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, বুধবার সন্ধ্যায় সাদেক অটো রিকশা নিয়ে বের হন। এর পর রাত ১১টার দিকে খুন হন তিনি। তার পেটে ছুরিকাঘাত করা হয়েছে।
ঘটনাটি ছিনতাই বলে মনে হলেও ঘটনাস্থল পরিদর্শন ও পর্যবেক্ষণ করে এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
ওসি বলেন, পরিচিত কেউ হয়তো ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে আমরা সব দিক বিবেচনায় রেখেই এগোচ্ছি। মূল আসামি শিগগির ধরা পড়বে।
এ ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ পরিদর্শক তদন্ত তারিকুল ইসলাম ও মদনগঞ্জ ফাঁড়ির ইন্সপেক্টর আজগর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।









Discussion about this post