নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
পূর্ব কোন শত্রুতার জের ধরেই খুন হয়েছে বন্দর চ্যৗধুরী বাড়ী এলাকার ব্যবসায়ী রনি (২৮) । শনিবার রাতে বন্দর উপজেলার আকিজ সিমেন্ট ফ্যাক্টরী সংলগ্ন ট্রান্সপোটের সামনে অজ্ঞাত সন্ত্রাসীরা হাত-পায়ের রগ কাটার পাশাপাশি মুখমন্ডলে ছুরিকাঘাত করে একটি অটো রিক্সায় করে বন্দর রেললাইন এলাকায় পাঠিয়ে দেয় গুরুতর আহত রনিকে।
অটো রিক্সায় রনির এমন রক্তাক্ত দৃশ্য দেখে লোকজন এগিয়ে এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পর দ্রুত ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয় ।
ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যায় রনি ।
ঘটনার বিষয়ে নিহতের পিতা সালাউদ্দিন পলু ওরফে পলাশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরেই এমন নির্মমভাবেহত্যা করা হয়েছে রনিকে । সে দুই সন্তানের জনক । পৃথক বাসায় রনি তার পরিবার নিয়ে থাকতো এবং মশার কয়েলের ব্যবসা করতো। মৃত্যুর আগে কিছু তথ্য দিয়ে গেছে রনি । যা এখনি প্রকাশ করছি না ।
এমন ঘটনার বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, ঘটনাটি পূর্ব শত্রুতা বলে ধারণা করা হচ্ছে । কারণ যদি ছিনতাইয়ের ঘটনা হতো তাবে টাকা মোবাইল নিয়ে যেতো ।নিহত রনির লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এরই মধ্যে পুলিশ অপরাধীদের ধরতে কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ওসি রফিকুল ইসলাম ।









Discussion about this post