নারায়নগঞ্জ বন্দরে সরকারী খাল দখল করে স্থাপনা নির্মানের অভিযোগ পাওয়া গেছে। নাসিক বন্দর ২২নং ওয়ার্ডের হাফেজীবাগ এলাকায় অবস্থিত সরকারী খালটি প্রায় সম্পূর্ণ দখল হওয়াতে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে গিয়ে দেখা যায় হাফেজীবাগ এলাকার আবুল কাশেম এর পুত্র দেলোয়ার বন্দর সোনাপুর/কৃষ্ণপুর মৌজায় অবস্থিত খালের প্রায় বিশাল একটি অংশ দখল করে স্থাপনা নির্মাণ করে যাচ্ছে। এছাড়াও এই খালের মধ্যে আরও একাধিক ব্যক্তি বাড়িঘর নির্মাণ করেছে।
এই প্রসঙ্গে ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ জানান, আমি দুই বার তাদেরকে বাধা দিয়েছি যেন খালে কোন প্রকার স্থাপনা না করে কিন্তু তারপরেও তারা কেন কাজ চালিয়ে যাচ্ছে তা বুঝতে পারছি না, আমি প্রশাসনের সহযোগিতা নিয়ে এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছি।
মঙ্গলবার ৮ ডিসেম্বর বন্দর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সুজিত কুমার খালের দখলকৃত জায়গা পরিদর্শনে গেলে ঘটনার সত্যতা খুঁজে পান এবং অবৈধ দখলদার দেলোয়ারকে নির্মাণ কাজ বন্ধ রেখে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলেন। আর যদি অবৈধ স্থাপনা না সরানো হয় তাহলে অবৈধ দখলদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ঘটনা সূত্রে আরো জানা যায়, অবৈধ দখলদার দেলোয়ারের বিরুদ্ধে বন্দর থানায় এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন স্থানীয় এক ব্যাক্তি। সেই পেক্ষিতে বন্দর থানার এস আই শহিদুল ইসলাম এই অভিযোগের তদন্তের দায়িত্ব পেয়ে ঘটনাস্থলে যান। এই বিষয়ে তদন্তকারী কর্মকর্তা শহীদুলকে প্রতিবেদক একাধিক বার মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।









Discussion about this post