সংবাদ বিজ্ঞপ্তি :
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া মাছ ঘাটস্থ মেঘনা নদীতে অবৈধভাবে মৎস্য আহরণ ও জাটকা ইলিশ বিক্রির দায়ে ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব-১১।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ রিপন (৩৮), মোঃ শরিফুল ইসলাম(১৮), মোঃ জুয়েল (৪২) ,মোঃ ফারুক হোসেন(৪২) ।
মঙ্গলবার ১৬ মার্চ ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ইঞ্জিন চালিত ট্রলার হতে ১০ মন জাটকা ইলিশ জব্দ করা হয় ।
বন্দরের উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার উক্ত অপরাধ আমলে নিয়ে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ সনের ৪ ও ৫ এর (১) ধারায় দোষী সাব্যস্ত করে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার ( সিপিএসসি আদমজীনগর) মোঃ জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে ।
তিনি জানান, চাঁদপুরের সীমান্তবর্তী মেঘনা নদীতে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিপুল পরিমান অবৈধভাবে মৎস্য আহরণ ও জাটকা ধরে গভীর রাতে নারায়ণগঞ্জের বিভিন্ন মাছ ঘাটে বিক্রি এবং সরবরাহ করে আসছে। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি’র একটি আভিযানিক দল আজ ১৬ মার্চ অভিযান পরিচালনা করে । অবৈধভাবে মৎস্য আহরণ ও জাটকা নিধন রোধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীরা উক্ত জরিমানার টাকা প্রদান পূর্বক ছাড়া পায় ।









Discussion about this post