রোববার ভোরে ফজর নামারের পর বাবা মোজাম্মেল হক চৌধুরী মন্টু তার ফেসবুকে সকলের দোয়া চেয়ে প্রার্থনা করেন লিখেন, “আমার ছেলে মো: মিজানুর রহমান সুজন Lab Aid ICU. তে। ছেলের জন্য সবার দোআ কামনা করি। আমিন।”
বাবার এমন দোয়া কামনার পর দুপুরে পরিবার ও গুণগ্রাহীদের কাঁদিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন।
রোববার (৯ জানুয়ারী) দুপুরে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। গত ৭ জানুয়ারী তিনি হৃদরোগে আক্রান্ত হলে ওই হাসপাতালে ভর্তি করা হয়।
২০১১ সালের জুনে সাফায়েত আলম সানিকে সভাপতি ও মিজানুর রহমান সুজনকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়। ২০১৮ সালের ১০ মে পর্যন্ত ওই কমিটি বলবৎ ছিল।

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।
ফোন : ০১৮১৯৯৯১৫৬৮,
০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
[email protected]
Discussion about this post