নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১০ জানুয়ারী) সন্ধ্যায় নাসিক সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের হিরাঝিলস্থ তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে আটক করে থানায় নিয়ে যায়।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি কে হেফাজতের নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মশিউর রহমান ।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান বলেন, মনিরুল ইসলাম রবি নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত বছর হেফাজতে ইসলামের মামলায় তাঁর বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। ওই দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে ।









Discussion about this post