নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
নগরবসীর প্রবল বাধা, ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায় এবং নূর মসজিদ কমিটির নেতৃবৃন্দসহ সাধারণ মানুষের ধিক্কারের মুখে শেষ পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিশেষ পেশার কয়েকজন স্বার্থান্বেষী মহলের উপস্থিতিতে মদের বারের নামে লাইসেন্স গ্রহণকারী ব্লু পিয়ার রেস্টুরেন্টে মিলাদ মাহফিলের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে ।
মিলাদ মাহফিলের পর পর বিশেষ কক্ষে কয়েকজন নির্বাচিত অতিথিদেরকে আপ্যায়ণ করা হয় মদ /বিয়ারের মাধ্যমে । একই সাথে উপস্থিত আরো প্রায় বিশেষ পেশার শতাধিক অতিথিকে বিরিয়ানীর প্যাকেট দিয়ে আপ্যায়ন করা হয় ।
বিশেষ ওই কক্ষে আমন্ত্রিত অতিথিদের মধ্যে সকলেই প্রবেশ করতে পারে নাই । মুখ দেখে বিশেষ ওই কক্ষে নেয়া হয় অতিথিদের । একই সাথে দেয়া হয় আর্থিক উপঠৌকন ।
নাম প্রকাশ না করার অনুরোধে পুরো উদ্বাধন অনুষ্ঠানে উপস্থিত একজন গুরুত্বপূর্ণ অতিথি বলেন, ২৯ জানুয়ারী বুধবার বিকেল চারটায় শুরু হয় উদ্বোধনের কার্যক্রম । এরপর নানা আলোচনার পর শহরের অনেক সমালোচিত এবং ব্যাক্তিরা উপস্থিত থেকে মিরাদে অংশগ্রহণ, বিশেষ কক্ষে মদের আসরে যোগ দেয় এবং পরিশেষে আর্থিক উপঠৌকন প্রদান করে ব্লু পিয়ার মদের বার ও রেস্টেুরেন্টের মূল মালিক গাজী মুক্তার নিজেই ।
উদ্বোধন অনুষ্ঠানে ব্লু পিয়ারের পক্ষে মূল বক্তব্যে গজী মুক্তার হোসেন বলেন, আমরা নারায়ণগঞ্জবাসির জন্য একটা ভালো মানের রেস্টুরেন্ট নিয়ে আসছি। এই জেলায় ৭ শ ফরেনার আছে। তারা যেন উন্নত মানের খাবার পায় সেই লক্ষে আমাদের এই রেস্টুরেন্ট। এখানে দামি ম্যানুয়াল খাবারের ব্যবস্থা আছে। আপনারা সকলে পরিবার নিয়ে আসবেন।
সাংবাদিকদের জন্য বিশেষ ছাড় আছে। গণমাধ্যম ব্যক্তিরা তাদের পরিবার নিয়ে আসলে ৩০% ছাড় দেয়া হবে। আমি চেষ্টা করেছি আপনাদের মনের মত একটি রেস্টুরেন্ট করার । জানি না মনের মত করতে পেরেছি কি না। পরে মিলাদ ও দোয়ার মাধ্যমে কেক কেটে ব্লু পিয়ার রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়।
নাম প্রকাশ না করার অনুরোধে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ওই সূত্রটি আরো বলেন, শুধু বিশেষ পেশার নামধারী কয়েকজন ছাড়াও ডিবি পুলিশের কয়েকজন সদস্য, ডিএসবির সদস্য এবং আইনশৃংখলা বাহিনীর কিছু সদস্য সাদা পোষাকে অবস্থান নিতে দেখা গেছে । ( এমন বক্তব্যের রেকর্ড সংরক্ষনে রয়েছে )









Discussion about this post