সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকাগামী একটি পিকআপ তল্লাশি করে ৩০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক করেছে র্যাব।
বুধবার (১ ডিসেম্বর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র্যাব-১১ এর সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু।
আটককৃতরা হলো- আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়া এলাকার আ. হামিদের ছেলে মো. রবিন মিয়া (২২) ও কিশোরগঞ্জের সদর থানার জিকুরজোরা এলাকার মৃত হেলাল মিয়ার ছেলে মো. আলমগীর মিয়া (২০)।
বিজ্ঞপ্তিতে র্যাব জনায়, মোগরাপাড়া চৌরাস্তায় একটি পিকআপ তল্লাশি করে ৩০০ বোতল ফেন্সিডিলসহ দুই যুবককে আটক করেছে র্যাব। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করা হয়েছে। আটককৃতরা পেশাদার মদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে ফেনসিডিল সংগ্রহ করে। এরপর পিকআপে করে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে এ মামলায় পড়ে গ্রেফতার দেখানো হয়েছে ।









Discussion about this post