‘উনি (শামীম ওসমান) আমার বড় ভাই। উনি যেহেতু একজন সংসদ সদস্য তাই সরাসরি আমার প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন না। তবে আমি আশা করি উনি যেহেতু বঙ্গবন্ধুর আদর্শের কর্মী ও দলীয় প্রধান শেখ হাসিনার কর্মী, সেহেতু উনি নৌকার বাইরে যাবেন না। এর কারণ তিনি নিজেও নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।’
নারায়ণগঞ্জের স্থানীয় রাজনীতিতে বিরোধ থাকলেও সংসদ সদস্য শামীম ওসমানের কাছে ভোট চাইতে যাবেন সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।
তিনি বলেছেন, ‘উনি (শামীম ওসমান) আমার বড় ভাই। উনি যেহেতু একজন সংসদ সদস্য তাই সরাসরি আমার প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন না। তবে আমি আশা করি উনি যেহেতু বঙ্গবন্ধুর আদর্শের কর্মী ও দলীয় প্রধান শেখ হাসিনার কর্মী, সেহেতু উনি নৌকার বাইরে যাবেন না। এর কারণ তিনি নিজেও নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।’
আগামী ১৬ জানুয়ারী তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন পেয়েছেন আইভী।
প্রতীক বরাদ্দ পেয়ে জানিয়েছেন তিনি শামীম ওসমানের পাশাপাশি প্রধান প্রতিদ্বন্দী বিএনপি নেতা স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকারের কাছেও ভোট প্রার্থনা করবেন।
আইভী বলেন, ‘আমি সংসদ সদস্য শামীম ওসমানের কাছে ভোট চাইতে যাব। একই সঙ্গে আমার চাচা ও প্রতিদ্বন্দী প্রার্থী তৈমূর আলম খন্দকারের কাছেও ভোট চাইব।’
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে নৌকা প্রতীক বুঝে পেয়ে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমানের সঙ্গে মান-অভিমান থাকতেই পারে উল্লেখ করে আইভী বলেন, ‘একটা দলের অনেক নেতা তাই প্রতিযোগিতা থাকতেই পারে। তবে আমি আহবান করব নৌকার জন্য আপনি (শামীম ওসমান) আমার পাশে থাকবেন।’
তৈমূর আলম খন্দকারের বিষয়ে করা প্রশ্নের উত্তরে আইভী বলেন, ‘আমার কাকার মার্কা হাতি এবার নৌকার ভারে ডুবে যাবে।’
এর আগে হাতি প্রতীক বরাদ্দ পেয়ে জেলা বিএনপির সাবেক আহবায়ক স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট তৈমূল আলম খন্দকার সাংবাদিকদের বলেন, ‘নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমানের পায়ে আমাকে কোনো দিন হাঁটতে হয় নাই। কারো পা দিয়ে তৈমূর আলম খন্দকার হাঁটে না।’
তিনি বলেন, ‘হাতি যদি নৌকায় উঠে তাহলে নৌকার কি তলি থাকে? হাতি যখন নৌকার উপর উঠে গেছে, আপনারা দেখবেন আল্লাহ কী করেন।’









Discussion about this post