ফতুল্লায় ব্যবসায়ীর কাছে নিজেকে দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে ২ লাখ টাকা ঘুষ নিতে এসে গ্রেফতারের পর আদালতে পাঠালে প্রতারক ইমরান হোসেন হায়দার (৪০) এর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বলে নারায়ণগঞ্জ নিউজ আপডেটকে নিশ্চিত করেছেন কোর্ট পুলিশে পরিদর্শক মোঃ আসাদুজ্জামান (পিপিএম) ।
সোমবার (১৫ মার্চ) পুলিশ তার ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলমের আদালত এই চাকরিচ্যুত এএসআই’র ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ১৪ মার্চ রাত সাড়ে ৮টার দিকে কায়মপুর ফকির গার্মেন্টসের সামনে থেকে স্থানীয় জনগন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এসময় তার দুই সহযোগি সেলিম ও তানজিল পালিয়ে যায়।জানা যায়, ইমরান হোসেন হায়দার নিজেকে একজন রানিং কর্মকর্তা পরিচয় দিয়ে ওই চাঁদা দাবি করেন। আটককালে তার কাছ থেকে দুদকের একটি পরিচয়পত্র উদ্ধার করেছে পুলিশ। যাতে লেখা রয়েছে ‘মো: ইমরান হোসেন হায়দার, কোর্ট সহকারী (এএসআই), দুর্নীতি দমন কমিশন’।
ভুক্তভোগী ওয়াবদারপুল এলাকার প্রিন্টিং ব্যবসায়ী নাদির সরদার জানান, দেড় মাস আগে ইমরান হায়দার একটি গাড়ি নিয়ে তার প্রতিষ্ঠানে আসে এবং দুদকের কর্মকর্তা পরিচয় দিয়ে বলে ‘আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। আপনি দুর্নীতির মাধ্যমে ব্যবসা করে আসছেন। নানা ভয় দেখিয়ে ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। এক পর্যায়ে আরও ২ লাখ টাকা দাবি করে।
এক পর্যায়ে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয় এবং পুলিশের পরামর্শে টাকা দেয়ার আশ্বাস দিয়ে ইমরান হোসেন হায়দারকে আসতে বলা হয়। পরে টাকা নেয়ার জন্য দুই সহযোগিসহ ইমরান আজকে (রোববার) আসলে তাকে আটক করা হয়। তবে তার দুই সহযোগি পালিয়ে যায়।খবর পেয়ে ফতুল্লা থানার এসআই হাফিজ ঘটনাস্থলে গিয়ে আটক ইমরান হোসেন হায়দারকে থানায় নিয়ে যান।
তিনি জানান, খোঁজ নিয়ে জানা গেছে- আটককৃত ইমরান হোসেন হায়দায় দুদকে কনস্টবল হিসেবে কর্মরত ছিল। বর্তমানে সে চাকরীচ্যুত।









Discussion about this post