করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশীপুরের পশ্চিম দেওভোগ (হাসেমবাগ) বাংলাবাজারের আবু সাইদ মাতবর (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় শনিবার মধ্যরাতে পুরো এলাকা লগ ডাউন করা হয়েছে ।
রোববার গভীর রাত ২টা পর্যন্ত নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক মাইকিং করে কাশিপুরের বাংলা বাজারের হাসেমবাগ এলাকা লগডাউন ঘোষণা করেন ।
ঘটনার বিবরণে প্রকা, শনিবার (৪ এপ্রিল) সকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে তিনি মারা গেলে নিহতের লাশ রাজধানীতে দাফন করা হবে বলে জামিয়েছেন নিহতের পরিবারের লোকজন ।
এর আগে তিনি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। নিহতের পরিবারের সদস্যরাই বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত ব্যাক্তি পশ্চিম দেওভোগ বাংলাবাজারের আওয়ামী লীগ নেতা মেহেদী হাসানের বাবা ।
নিহতের লাশ রাজধানী ঢাকায় বিশেষ ব্যবস্থাপনায় দাফন করা হয় । ঘটনাটি নারায়ণগঞ্জ জেলা প্রশাসন প্রথমে জানা না থাকলেও পরবর্তীতে গণমাধ্যমে প্রকাশিত হলে দ্রুত ব্যবস্থা নেয়া হয়।
পুরো পরিবারের সদস্যদের পাশাপাশি কাশিপুরের এই এলাকাটি লকডাউন করে দেয়া হয়েছে বলে জানান ইউএনও নাহিদা বারিক।
মূলতঃ আবু সাইদ মাদবরের পৈত্রিক বাড়ি মুন্সীগঞ্জের টংগিবাড়ি উপজেলার আড়িয়ল এলাকায় হলেও পোষাক তৈরির ব্যবসার প্রয়োজনে হাসেমবাগ এলাকায় বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করে আসছিলো ।









Discussion about this post