ওষুধ ব্যবসায়ীদেরকে জিম্মি করে নারায়ণগঞ্জে দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজির মূল হোতা শাহজাহান খানকে এবার খুজছে পুলিশ ।
তার বিরুদ্ধে একাধিক মামলায় ওয়ারেন্ট থাকার পর এবার মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার বৈদ্যারগাঁও গ্রামের রুবেল (৩২) ও কবির (২২) এর হাতের কব্জি কেটে কাটা কব্জি নিয়ে মিছিল করে শাহজাহান খান ও তার নিয়ন্ত্রিত সন্ত্রাসীরা। এমন তান্ডব চালানোর ঘটনায় সর্বশেষ মামলায় পলাতক এখন শাহজাহান খান ।
এমন ঘটনায় গজারিয়া থানায় চাঁদাবাজির মামলা দায়ের করলে এলাকা ও নারায়ণগঞ্জ থেকে গাঢাকা দিয়েছে মৃত হায়দার আলী খানের পুত্র কুক্ষাত অপরাধী নারায়ণগঞ্জের কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নারায়ণগঞ্জ শাখার স্বঘোষিত সভাপতি শাহজাহান খান ।
একই সাথে এই মামলায় নূরুজ্জামান খান, মাসুম শিকদার, আরমান, সোলাইমানসহ ২৪ জনের নাম উল্লেখ করে আরো ১০/১২ জন সন্ত্রাসীকে অজ্ঞাতনামাকে আসামী করে ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৮৫/৩৮৬/৫০৬/১১৪ পেনাল কোড ধারায় তানিয়া আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন ।
এই্ মামলায় সকল আসামী এখনো পলাতক থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন প্রশাসনিক দপ্তরে তদ্বির চালানোর পাশাপাশি মানববন্ধন করে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। একই সাথে নারায়ণগঞ্জে শাহজাহান খানের চাঁদাবাজির সাম্রাজ্য টিকিয়ে রাখতে শহরের চাষাড়ায় প্রেসক্লাবের সামনে মানব বন্ধনের আয়েজন করে চাঁদাবাজ চক্রের হোতারা।
নারায়ণগঞ্জ শহরের অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, কুক্ষাত চাঁদাবাজ শাহজাহান খান ও তার নিয়ন্ত্রিত চাঁদাবাজরা জেলার সোনারগাঁ, আড়াইহাজার, রূপগঞ্জ, ফতুল্লা, বন্দর ও সদর উপজেলার প্রায় সাড়ে তিন হাজার ওষুধ ব্যবসায়ীদের দোকান থেকে এক হাজার টাকা হিসেবে চাঁদা আদায় করে বিশাল কর্মকান্ড চালিয়ে আসছিলো । অতি সম্প্রতি কুক্ষাত অপরাধী শাহজাহান খানের এমন চাঁদাবাজির বিরুদ্ধে বন্দর ও সদর উপজেলার কয়েকজন ওষুধ ব্যবসায়ী প্রতিবাদ করায় প্রতিবাদকারীদের নানাভাবে হয়রানী করে শাহজাহান খান ।
সাম্প্রতিক সময়ে ঘটনার বিবরণে জানা যায়, গজারিয়া উপজেলায় গত ৯ সেপ্টেম্বর রুবেল ও কবির নামের দুই যুবককে কুপিয়ে হাতের কব্জি কেটে উল্লাস করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে মুন্সিগঞ্জ থেকে পালিয়ে নারায়ণগঞ্জে আশ্রয় নেয় শাহজাহান খানসহ তার অনুসারিরা ।
এমন পলাতক থাকার ঘটনায় অনেকেই বলেন, শহরের আমলাপাড়া কালীরবাজার স্বর্ণপট্টির হোসেন ফার্মেসীর মালিক কাজী দুলালের শেল্টারে রয়েছে এই মামলার সকল অপরাধীরা। কুক্ষাত অপরাধী শাহজাহান খানকে সাথে নিয়ে নানা দপ্তরে দপ্তরে তদ্বির চালাচ্ছে কাজী দুলাল ।
কালীরবাজার স্বর্ণপট্টির হোসেন ফার্মেসীর মালিক কাজী দুলালের শেল্টারে কুক্ষাত চাঁদাবাজ অপরাধী শাহজাহান খান নারায়ণগঞ্জে অবস্থান করছেন বলে ব্যাপক চাউর রয়েছে ।
গত শনিবার, রোববার শহরের কালীর বাজারে অবস্থান করার একাধিক ভিডিও থেকে দেখা যায় শহরের বিতর্কিত এই কাজী দুলালকে সাথে নিয়ে নানা দপ্তরে দৌড়ঝাপ চালাচ্ছে । এমন ভিডিও চিত্র দেখে অনেকেই বলেছেন, শাহজাহান খান কত টা দূর্ধর্ষ তার প্রমাণ করেছে মুন্সীগঞ্জের কব্জি কেটে উল্লাস করার মামলা ।
এই মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিতে নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলমের নাম ব্যবহার করছে বলেও গুঞ্জন রয়েছে । একই সাথে পুলিশ সুপার জায়েদুল আলমের সাথে কুক্ষাত এই অপরাধী শাহজাহান খানের সাথে তোলা ছবি প্রদর্শন করে বাড়তী সুবিধা আদায়ের চেষ্টা করছে ।
নারায়ণগঞ্জে পুলিশ যাতে শাহজাহান খানকে গ্রেফতারনা করে সেই লক্ষে এসপি জায়েদুল আলমের সাথে তোলা ছবি প্রদর্শন করে যাচ্ছে নানাভাবে। মহাধূর্ত প্রতারক আন্তঃজেলা চাঁদাবাজচক্রের হোতা শাহজাহান খান এসপি জায়েদুল ছাড়াও অনেক নেতা ও কর্মকর্তাদের সাথে ছবি তুলে তা ফেসবুকে প্রচার চালিয়ে ওষুধ ব্যবসায়ীদেরকে জিম্মি করে রেখেছেন । ঠিক একই কায়দায় বর্তমান প্রেক্ষাপটে চাঞ্চল্যকর কব্জি কাটা মামলার আসামী শাহজাহান খান অনুরূপ ছবি প্রদর্শন করে সুবিধা আদায়ের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে ।
মামলার বিষয়ে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার ভারপ্রাপ্ক কর্মকর্তা (ওসি ) মামুন আল রশিদ নারায়ণগঞ্জ নিউজ আপডেটকে বলেন, শাহজাহান খানসহ অন্যান্য আসামীদেরকে গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে ।









Discussion about this post