বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের নাম ছিলো অগ্রভাগে। সারাদেশে করোনার কারণে নারায়ণগঞ্জ জেলার নাম শুনলেই আতংক যেন মারাত্মকভাবে দেখা দিতো জনমনে ।
নারায়ণগঞ্জ শহরের সদর থানা সংলগ্ন আল জয়নাল প্লাজায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত ইটালি ফেরৎ তিনজনের পজিটিভ রিপোর্ট আসার পর তোলপাড় শুরু হয় সারাদেশে । এরপর একে অনেক আক্রান্ত, করোনা ভাইরাস নিয়ে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাসহ চিকিৎসক, নার্স, স্টাফসহ অনেকের পজিটিভ রিপোর্টে আতংকের মাত্রা যেন আকাশচুম্বী অবস্থানে পৌঁছে যায় ।
এমন আতংকের মধ্যেই নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্তদের মৃত্যুর মিছিল যেন বাড়তে থাকে । আর তখন কেউ একেবারেই নিঃস্বার্থভাবে মানবিক কারনে মৃত্যুভয় ভূলে করোনা আক্রান্তদের পাশে দাড়ায় । অনেকেই করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে এমন মৃতদেহ দাফন / সৎকার করেছেন । এমন কাজে অংশ নিয়ে অনেকেই নিজের পরিবার পরিজনকে পিছে ফেলে কাজ করে যাচ্ছেন নিঃস্বার্থভাবে । আবার অনেকেই রাজনৈতিক ও ভোটের রাজনীতি করতে মানবতার ফেরিওয়ালা হিসেবে আবিভূত হয়েছেন, চালিয়েছেন প্রচার ।
কেউ কেউ এমন মহৎ কাজে নিজেকে সম্পৃক্ত করে শুধুমাত্র স্বার্থ হাসিলের জন্য “মানবতার ফেরিওয়ালা !” উপাধি পেতে নানাভাবে অপচেষ্টা চালিয়েই যাচ্ছে । এমন স্বার্থান্বেষীদেরকেও সাধুবাদ জানিয়েছেন সকলেই ।
সারাদেশের সকল জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের দাফন / সৎকার করার ঘটনায় এতো মানবতার ফেরিওয়ালা দেখা না গেলেও নারায়ণগঞ্জ জেলায় অসংখ্য এমন ফেরিওয়ালা দেখা যায় ।
অথচ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার তল্লায় মসজিদে বিস্ফোরণে অর্ধশত মুসুল্লি জলসে গেলেও এক্ষেত্রে কোন ফেরিওয়ালাকে দেখা যায় নাই । মুসুল্লীদের হাসপাতালে পাঠানো থেকে শুরু করে সকল কাজে এখনো পর্যন্ত পরিবারের লোকজনকেই দেখা গেছে ।
শনিবার ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টার মধ্যে রাজধানীর শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটে ১১ জনের মৃত্যুর খবর ছড়িয়ে পরলো শোকের ছায়া নেমে আসে নারায়ণগঞ্জ শহরজুড়ে। এমন শোকের মাধ্যে অনেকেই সমালোচনা করে বলেছেন, করোনায় নারায়ণগঞ্জে এতো এতো ফেরিওয়ালা দেখেছি কিন্ত শুক্রবার রাতে এমন বিস্ফোরণের পর এখানো পর্যন্ত কোন মানবতার ফেরিওয়ালা কে দেখলাম না । এখন কোথায় ওই মানবতার ফেরিওয়ালারা ?









Discussion about this post