নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (৫ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম গণমাধ্যম কে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, “প্রশাসনিক কারণে তাকে রবিবার (৪ এপ্রিল) রাতে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে যুক্ত করা হয়।”
বর্তমানে সোনারগাঁ থানার দায়িত্বরত পুলিশ পরিদর্শক (তদন্ত) তবিদুর রহমান জানান, রবিবার রাত ১০টার দিকে তাকে প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে সোনারগাঁ থানার দায়িত্বে আমি আছি।
প্রসঙ্গত, গত শনিবার (৩ এপ্রিল) রাতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম সচিব মামুনুল হক সোনারগাঁয়ের রয়েল রিসোর্ট নামের একটি হোটেলে পার্লার কর্মী অবরুদ্ধ হওয়ার পর রিসোর্ট ভাঙচুর চালিয়ে মামুনুল হককে ছিনিয়ে নিয়ে যায় হেফাজতে ইসলামের কর্মীরা।
পরদিন ঢাকা মহানগর ১০ নম্বর অঞ্চলের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতার নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দেন।
এ সময় হেফাজতের নেতারা থানার ভেতরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে তর্কে জড়ান। এক পর্যায়ে তারা ৭১ টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি বুলবুল আহমেদের মুঠোফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলেন। এ সময় তারা গণমাধ্যমকর্মীদের নামে বিষোদগার করতে করতে থানার ভেতর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে যান।
এই ঘটনার পরপরই সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলামকে প্রত্যাহার করা হলো ।









Discussion about this post