অপরাধীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হলেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার নানাভাবে হুমকি দেয় অপরাধী নিজে এবং তাদের দোষররা । নানাভাবে এই আইনের দোহাই দিয়ে হুমকির কথা শুনতেই হচ্ছে সাংবাদিকদের । অতি সম্প্রতি অসংখ্য এমন হুমকির ঘটনায় সাংবাদিকদের মাঝে তোলপাড়েরে সৃষ্টি হলেও অপরাধের সংবাদ প্রকাশ থেকে পিছিয়ে নেই গণমাধ্যমকর্মীরা । পক্ষান্তরে প্রভাবশালী অপরাধীদের অনেকেই প্রয়োজনে বিশাল অর্থ ব্যয় করে সাংবাদিকদের বিরুদ্ধে অহরহ মামলা করে হয়রানীর ঘটনায় প্রায়ই দেখা যায় ।
এবার এমন এক হুমকির মুখোমুখি হতে হয়েছে নারায়ণগঞ্জ নিউজ আপডেটকে । মালয়েশিয়ায় অবস্থানরত মামুন বিন আব্দুল মান্নানের প্রতারণার বিষয়ে সংবাদ প্রকাশের পর কয়েকটি গণমাধ্যমকে এমনই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার হুমকি দিয়ে প্রকাশিত সংবাদ মুছে ফেলতে সমর্থ হন মামুন বিন আব্দুল মান্নান ।
অনুরূপ নারায়ণগঞ্জ নিউজ আপডেটকে মালয়েশিয়া থেকে বিভিন্ন মাধ্যমে ফোন করে নিজেকে ব্যবসায়ী বলে দাবী করে কৌশলে মামলার হুমকি ও অনৈতিক লেনদেনের প্রস্তাব দিয়ে ব্যাপক চেষ্টা চালায় প্রতারক মামুন । দফায় দফায় এমন মামলার হুমকির বিষয়ে খোজ নিয়ে জানা যায় প্রকৃতপক্ষেই মহা ধুরন্ধর প্রতারক মামুন বিন আব্দুল মান্নান দেশে ও বিদেশে অবস্থান করে নানাভাবে প্রতারনা চালিয়ে যাচ্ছে । তার বিরুদ্ধে অনেকেই মুখ খুলেছেন।
প্রতারক মামুন বিন আব্দুল মান্নানের কর্মকান্ডের বিষয়ে প্রকাশিত সংবাদের পুওরোটাই নিম্নে দেয়া হলো :
“অর্ধশত পাসপোর্ট ও ২ লক্ষ রিংগিট নিয়ে উধাও প্রতারক মামুন”
মোঃ শাহজাহান কবিরঃ (আড়াইহাজার থেকে)
মালয়েশিয়ায় বাংলাদেশি প্রায় ৫০ জন শ্রমিকের পাসপোর্ট সহ ২লক্ষ রিংগিট নিয়ে উধাও হয়ে গেছে মামুন বিন আব্দুল মান্নান নামে এক প্রতারক।
মামুনের দেশের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় ।
মালয়েশিয়া প্রবাসী কুমিল্লা জেলার কোতয়ালী থানার শাসনগাছা এলাকার মৃত শাহালমের ছেলে মুন্না নামে এক শ্রমিক জানান, সে তার আত্মীয় স্বজনসহ বন্ধু মহলের ২০টি পাসপোর্টে ভিসা লাগিয়ে এবং পারমিট করে দেওয়ার কথা বলে ৭০ হাজার মালয়েশিয়ান রিংগিট নিয়ে মামুন পালিয়ে যান।
মুন্না ছাড়াও আরো ৩০ জনের কাছ থেকে ৩০ টি পাসপোর্ট সহ প্রায় ১ লক্ষ ৩০ হাজার রিংগিট নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতারক মামুনের বিরুদ্ধে।
এখন প্রতারক মামুনের প্রতারনার কারণে বিপাকে পরেছে মালয়েশিয়ায় অবস্থানরত ৫০ জন শ্রমিক।
ভুক্তভোগী মামুন নামে এক শ্রমিক জানান প্রতারক মামুন আমার পাসপোর্টে ভিসা লাগিয়ে দেওয়ার কথা বলে ২ বছর যাবত আমার পাসপোর্ট আটকিয়ে রেখেছে। যার ফলে আমরা কোন জায়গায় কাজ করতে পারছিনা। পুলিশের ভয়ে রুমের বাহিরে যেতে পাচ্ছিনা। আমরা খুব মানবেতর জীবন-যাপন করছি। অনাহারে দিন কাটাতে হচ্ছে। পাসপোর্ট না পেলে আমরা দেশেও যেতে পারবনা। আমাদের সবাইকে জেল খাটতে হবে।
প্রতারক মামুন মালয়েশিয়ার চুংয়াই বুলু এলাকায় বাস করলেও এখন তাকে সে জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছেনা।
যদি কেউ তার সন্ধান দিতে পারে তাকে নগদ ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। মালয়েশিয়ায় যোগাযোগের মোবাইল নম্বর-০১৩২২৯৯১১২।
প্রতারক মামুনের কাছ থেকে পাসপোর্টগুলো উদ্ধারের ক্ষেত্রে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রনালয় সহ মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের হস্থক্ষেপ কামনা করছেন প্রবাসী শ্রমিকরা ।









Discussion about this post