সোনারগাঁও প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক বিদ্যাপীঠ সোনারগাঁ সরকারি কলেজের ৫০ বছর পূর্তি তথা সুবর্ণ জয়ন্তীতে মাতোয়ারা হয়ে উঠে কলেজ ক্যাম্পাস।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজ ক্যাম্পাসের অনুষ্ঠান মঞ্চে প্রাক্তন ছাত্র-ছাত্রীরা স্মৃতিচারণ ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, মুজিববর্ষের অঙ্গীকার হোক ‘শিক্ষা তহবিল’ গঠন। এখানে যে অনুষ্ঠান হচ্ছে, তা সাবেক ছাত্ররাই করছেন। তাই আমি বলবো, আপনারা কলেজের জন্য একটি তহবিল গঠন করেন। যে তহবিল গরিব ও মেধাবীদের লেখাপড়ার খরচ যোগাবে।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা দক্ষ জনশক্তি তৈরি করার মাধ্যমে দেশে মুজিব বর্ষের সংস্কৃতি চালু করতে চান। সাধারন শিক্ষার পাশাপাশি কর্মমূখী শিক্ষা চালু হলে সহজে কাজ পাওয়ার সুযোগ তৈরি হবে। তাহলে উচ্চ শিক্ষা গ্রহণ করার পর আর কাউকে বেকার থাকতে হবে না। আমাদের দেশে শিল্প প্রতিষ্ঠানগুলো বিদেশ থেকে দক্ষ শ্রমিক আমদানী করে। কর্মমূখী শিক্ষা ব্যবস্থা চালু হলে দেশেই এ দক্ষ শ্রমিক তৈরি হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য কর্মমুখী শিক্ষা ব্যবস্থা শুরু করার জন্য প্রাক্তন ছাত্রছাত্রীদের একটি তহবিল গঠন করা প্রয়োজন।
এর আগে সুবর্ণ জয়ন্তী উৎসব বেলুন উড়িয়ে উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। উদ্বোধনী পর্বে পঞ্চাশ বছর পূর্তি উৎসবের আয়োজকদের ধন্যবাদ জানান কলেজের সাবেক শিক্ষার্থী ও কলেজের প্রাক্তন ছাত্র ইউএস বাংলা গ্রুপের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ.আ. ম. স আরেফিন সিদ্দিক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন, সোনারগাঁ উপজেলা আওয়ামিলীগের আহবায়ক এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, আওয়ামীলীগ নেতা মাহফুজুর রহমান কালাম, এএইচএম মাসুদ দুলাল ও ইউএস বাংলা গ্রুপ এর চেয়ারম্যান ও কলেজের প্রাক্তন ছাত্র আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ইউএস বাংলা গ্রুপ এর চেয়ারম্যান ও কলেজের প্রাক্তন ছাত্র আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে উপস্থাপনা করেন চিত্রনায়ক রিয়াজ।
উপস্থিত ছিলেন,ঢাবি উপচার্য আ আ ম স আরেফিন ছিদ্দিক,নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন, সাবেক আওয়ামীলীগের সাংসদ আব্দুল্লাহ আল কায়সার,সাধারন সম্পাদক মাহাফুজুর রহমান কালাম, মো: আশরাফুজ্জামান,কলেজটির সাবেক শিক্ষার্থী ইউএস বাংলা গ্রুপের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন,ঢাকা কলেজের সাবেক সভাপতি ও কলেজটির সাবেক শিক্ষার্থী ছগীর আহম্মেদ. আরিফ মাসুদ বাবু, এএইচএম মাসুদ দুলালসহ ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সোনারগাঁও সরকারি ডিগ্রী কলেজ ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত। এই জনপদের শিক্ষা, সংস্কৃতি ও রাজনীতির প্রাণ কেন্দ্র হিসেবে অবহিত। এই কলেজের অগনিত ছাত্র- ছাত্রী দেশ ও দেশের বাহিরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত।
বিকেলে অনুষ্ঠানে গান পরিবেশন করেন জি বাংলার সারেগামাপা খ্যাত শিল্পী নোবেল, ক্লোজআপ ওয়ান খ্যাত শিল্পী রাজিব, উত্তম কুমার রায়, মনির প্রবাসী ও সাইদা ইসলাম প্রাপ্তিসহ বিভিন্ন শিল্পীরা। অনুষ্ঠানে ইউএস বাংলা গ্রুপের পক্ষ থেকে র্যাফেল ড্র’ অনুষ্ঠিত হয়। র্যাফেল ড্র’তে ইউএস বাংলা গ্রুপের পক্ষ থেকে দেশ-বিদেশ ভ্রমণ করার জন্য ১৫টি বিমানের টিকেট প্রদান করা হয়। কলেজের বিভিন্ন শিক্ষার্থীরা র্যাফেল ড্র’তে অংশগ্রহণ করে বিমানের এ টিকেট পাবেন৷









Discussion about this post