আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতির কারণে প্রশাসনকে বৃদ্ধাংগুলি দেখিয়ে এবার সদর উপজেলার ফতুল্লার পাগলা এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে (বিআইপি জেটি) ভাসমান রেস্তোরাঁ ‘মেরি এন্ডারসনে’ প্রকাশ্যে মদ বিক্রির অভিযোগ উঠেছে ।
এর পূর্বে নারায়ণগঞ্জে এসপি হারুন দায়িত্ব পালনকালে ২০১৯ সালের ২ এপ্রিল ভাসমান রেস্তোরাঁ ‘মেরি এন্ডারসনে’ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ারসহ ৬৮ জনকে আটক করায় ব্যপক তোলপাড়ের সৃষ্টি হয়েছিলো।
ওই মামলায় মেরি এন্ডারসনের নেপথ্যের গডফাদারদের নাম বাদ দিয়ে পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করার পর ফের প্রকাশ্যেই বিগত সময়ের অপরাধীদের পুরোদমে শুরু করেছে মাদকের রমরমা কারবার ।
২০১৯ সালের ২ এপ্রিলের পর মেরি এন্ডারসনের মাদক ব্যবসায়ী চক্র পুলিশ সুপার কার্যালয় লাগোয়া চাঁনমারী বস্তির মতো এবার করোনা মহামারিতে সব কিছু বন্ধ থাকলেও এই ভাসমান রেস্তোরাতে প্রকাশ্যে বিক্রি হচ্ছে মদ ও বিয়ার ।
সরকারিভাবে বন্ধ রাখার নির্দেশনা থাকলেও আইন ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চালিয়ে যাচ্ছে তাদের ব্যবসা। লাইসেন্স বিহীন কোনো ক্রেতার কাছে বিক্রি নিষেধ থাকা সত্ত্বেও শিশু কিশোর যুবক বৃদ্ধ টাকা দিলেই পাচ্ছে মদ ও বিয়ার। আর মদ ও বিয়ারের টাকা জোগাড় করতে কিশোর বয়সের ছেলেরা চুরি-ডাকাতি-ছিনতাই সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। মদ খেয়ে মাতাল অবস্থায় জেডি ও মাঠেই করছে (মাতলামি) মারামারি ইভটিজিং এর মতো অপরাধ।
ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের পুলিশ সুপার কার্যালয়ের সামনে হাকডাক দিয়ে যেমন প্রকাশ্য মাদক বিক্রি করলেও একই কায়দায় মেরি এন্ডারসনের সেই পুরানো গডফাদার সক্রিয় হয়ে উঠায় ‘ধরাকে সরাজ্ঞান’ মনে করে পুরো এলাকায় মাদকের আখড়া হিসেবে প্রতিষ্ঠিত করে তুলেছে রাজনৈতিক ছত্রছায়ায় ।
খোজ নিয়ে আরো জানা যায়, বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসা মেয়েদের দেখলেই শুরু করে অশ্লীল কথাবার্তা এবং টানা হেছরা। রহস্যজনক কারণে কিছু বলতে নারাজ জেটি বা রেস্তুরা কর্তৃপক্ষ। মাদক বিক্রি করা অবস্থায় তাদেরকে জিজ্ঞেস করা হয় এভাবে ওপেন মাদক বিক্রি করার অনুমতি রয়েছে কিনা উত্তরে তারা বলেন আপনারা দেখেন অনুমতি আছে না নাই। রেস্টুরেন্ট ম্যানেজারের সাথে মোবাইল ফোনে কথা বলে জানা যায় তিনি বলেন আমাদের পার্সেল বিক্রি করার জন্য নোটিশ দেওয়া আছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি রকিবুজ্জামান এর সাথে কথা বললে তিনি বিষয়টি দেখবে বলে জানান। যুব সমাজকে বাঁচাতে ওপেন মদ ও বিয়ার বিক্রি বন্ধের দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।









Discussion about this post