জাতীয় পার্টির নেতৃত্ব নিয়ে সদ্য প্রয়াত নেতা হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী রওশন রওশন এরশাদ ও ভাই জিএম কাদেরের মধ্যে চলা বিরোধের একটি সমঝোতা হয়েছে । এমন সমাঝোতায় নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির অনেকেই কঠোর সমালোচনা করে বলেছেন সংসদ সদস্য সেলিম ওসমান ও সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা “রওশন “ পক্ষের অবস্থানে না গিয়ে সমাঝোতার পক্ষ নিলেই উজ্জল হতো নারায়ণগঞ্জ জাতীয় পার্টির অবস্থান । নতুন করে জাতীয় পার্টিতে নারায়ণগঞ্জের অবস্থান কি হবে তা এখন চন্তার বিষয়
নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
দলের নেতা মশিউর রহমান রাঙ্গা একটি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন জিএম কাদের। অন্যদিকে সংসদে বিরোধী দলের নেতা হিসাবে দায়িত্বে থাকবেন রওশন এরশাদ।
রবিবার বনানীতে একটি সংবাদ সম্মেলনে তিনি বলেন, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে, রংপুর উপ-নির্বাচনে সাদ এরশাদ প্রার্থী হবেন।
গত সপ্তাহে রওশন এরশাদ ও জিএম কাদের দুজনেই নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান বলে ঘোষণা দিয়েছেন।
জিএম কাদের জেনারেল এরশাদের মৃত্যুর পর থেকে দলটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।
সংসদে বিরোধীদলীয় নেতা হওয়া নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল।
এই দুই শীর্ষ নেতাই সংসদে বিরোধীদলীয় নেতা হতে চেয়ে সংসদে স্পিকারের কাছে চিঠি দিয়েছেন।
এরপরে অনেকটা ভাঙ্গনের মুখে পড়া জাতীয় পার্টির নেতারা একটি সমঝোতার উদ্যোগ নেন। শনিবার রাতে একটি হোটেল বৈঠকে বসেন দুই পক্ষের নেতারা।
সেখানে কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন বাবলু, সৈয়ব আবু হোসেন বাবলা, মাসুদ উদ্দিন চৌধুরী, আনিসুল ইসলাম মাহমুদ, ফকরুল ইসলাম, মুজিবুল হক চুন্নু প্রমুখ অংশ নেন।
রবিবার দুপুরে জাতীয় সংসদের উপ-বিরোধী নেতার দপ্তরে জাতীয় পার্টির সংসদীয় দলের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে সংসদে বিরোধী নেতা নির্বাচনের ব্যাপারটি আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।
এমন খবরে নারায়ণগঞ্জের জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঝে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে । অনেকেই কঠোর সমালোচনা করে বলেছেন, নারায়ণগঞ্জের প্রভাবশালী এমপি সেলিম ওসমান এই সমাঝোতার উদ্যোগ নিলে নারায়ণগঞ্জের অবস্থান জতীয় রাজনীতিতে আরো উজ্জল হতো । যা তিনি না করে রওশন এরশাদের পক্ষে অবস্থান নিয়ে দলের মধ্যে এবং নারায়ণগঞ্জের রাজনীতিতে সমালোচিত হয়েছেন ।









Discussion about this post