জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেছেন, ‘মুক্তিযোদ্ধারা যে উদ্দেশ্যে নিয়ে স্বাধীনতা এনে দিয়েছে, তা সফল করতে হবে। একইসাথে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জাগ্রত করতে পারলে, তাদের আত্মা শান্তি পাবে। নতুন প্রজন্মের কাছে পাক হানাদার বাহিনী ও আলবদর রাজাকারের প্রত্যেকটা বর্বর আচরণ তুলে ধরতে হবে। আলবদর রাজাকাররা মুক্ত বাতাসে অক্সিজেন নেয়ার অধিকার রাখে না। সেদিন জাতির পিতা ক্ষমা করে দিয়েছে, ক্ষমা করেছে বলেই তারা এই দেশের বিরুদ্ধে যা করেছে, তা আমাদের ভুলে গেলে চলবে না।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ লাইনসের মাল্টিপারপাস হলে আয়োজিত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন, ‘আমি এর আগেও অনেক সংবর্ধনা অনুষ্ঠানে ছিলাম। কিন্তু আজকের এই অনুষ্ঠানটি আন্তরিকতা থেকে করা । এই অনুষ্ঠানটির ফলে জাতির শ্রেষ্ট সন্তানদের ও গর্বিত পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের সুযোগ পেলাম । এই প্রজন্মের আমরা যারা এই সুযোগ পেলাম তা আমাদের জন্য বড় অহংকার ও বড় গর্বের ।’

জেলা প্রশাসক আরও বলেন, ‘আজকে এই পাক হানাদার বাহিনী ও আলবদর রাজাকারের প্রত্যেকটা বর্বর আচরণ যদি আমরা নতুন প্রজন্মের সামনে তুলে না ধরি। তবে একটা পর্যায়ে তারা অন্য দিকে ধাবিত হয়ে যাবে । তারা বুঝবে না এই রাজাকার ও আলবদররা কি করেছিলো এই দেশের বিরুদ্ধে। রাজাকার, আলবদরদের এই দেশের মুক্ত আকাশে আলো বাতাসের কোন অক্সিজেন নেওয়ার অধিকার নাই । কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধুর মহানুভবতার জন্য আমরা তাদের ক্ষমা করে দিয়েছি । কিন্তু ক্ষমা করেছি বলে, তারা এই দেশের বিরুদ্ধে যা করেছে ভুলে গেলে হবে না।’
জেলা পুলিশ সুপার জায়েদুল আলমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টিএম মোশাররফ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুবাস চন্দ্র সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) সালেহ উদ্দিন আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মাহিন ফরাজী, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূইয়া, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রমুখ।









Discussion about this post