নির্বাচনের মাঠে কর পর এক চাঞ্চল্য। নৌকার বিরুদ্ধে নৌকার এমপি ! এমন মন্তব্য পুরো নগর জুড়ে । এবার নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নৌকার বিপক্ষে গিয়ে শামীম ওসমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই অবস্থান নিয়েছেন বলে মন্তব্য করেছেন নৌকার প্রার্থী চিকিৎসক সেলিনা হায়াৎ আইভী।
রবিবার (৯ জানুয়ারি) ২২নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।
সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘শামীম ওসমান নৌকার বিপক্ষে গিয়ে প্রধানমন্ত্রীর বিপক্ষেই অবস্থা নিয়েছেন। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের জন্য দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক বরাদ্দ করেছেন। শেখ হাসিনা নির্বাচনের সব ধরনের খোঁজ খবর রাখছেন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় টিম এখানে কাজ করছেন। সেখানে স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতা না করা কী দলের বিপক্ষে যাচ্ছে না?’
তিনি আরও বলেন, ‘শামীম ওসমান, সেলিম ওসমান এবং রাজাকার পুত্র কাজল আমার বিরুদ্ধে নির্বাচন কাজ করছেন। কিন্তু, এতে সমস্যা নেই, আমি তাদের বিরুদ্ধেই লড়ছি। জনগণ আমার পাশে আছেন। চাচা (তৈমুর আলম) আরও শক্তিশালী হয়ে আসুক, জনতার স্রোতে ভেসে যাবে সবকিছু। বনের হাতি বনে যাবে, নৌকা জিতে যাবে। জনতার জোয়ারে সব ষড়যন্ত্র ভেসে যাবে।’









Discussion about this post