নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে উপজেলায় সাংবাদিকতার অন্তরালে দীর্ঘদিন যাবৎ নানা অপকর্মের অভিযোগ উঠেছে রূপগঞ্জ প্রেসক্লাবের স্বঘোষিত সভাপতি মীর আবদুল আলীমের বিরুদ্ধে ।
এমন ঘটনায় সাংবাদিকদের পক্ষ থেকে রূপগঞ্জ থানায় অভিযোগের প্রেক্ষিতে সাধারণ ডায়েরি দায়ের করেছে মীর আব্দুল আলীমের বিরুদ্ধে।
সাংবাদিকতার ব্যানারে ভুমিদস্যুতা, বিভিন্ন মিল ফ্যাক্টরিতে চাঁদাবাজিসহ নানা অপরাধের প্রতিবাদ করায় রূপগঞ্জের সাংবাদিকদের উপর হামলা চালানোর ঘটনায় অভিযোগ দায়ের করেছে সাংবাদিক ইমদাদুল হক দুলাল।
সাংবাদিক দুলাল অভিযোগ দায়েরের বিষয়ে নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, দীর্ঘদিন যাবৎ মীর আব্দুল আলীম নানা অপকর্ম চালিয়ে আসছে । মীর আব্দুল আলীমের এমন অপকর্মের ঘটনায় কয়েকজন সাংবাদিক প্রতিবাদে করায় তাদেরকে নানাভাবে হয়রানি করে । মটর সাইকেল দিয়ে লোক পাঠিয়ে সন্ত্রাসী কায়দায় সাংবাদিকদের বাড়িতে হামলা ও হুমকি দিয়ে যাচ্ছে ।
মীর আব্দুল আলীম নিজের অপকর্মের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে প্রেসক্লাবে হামলা করেছে বলেও দুজনকে মারধর করে পুলিশে দিয়েছে । রূপগঞ্জের স্বঘোষিত সভাপতি হয়ে সকল সাংবাদিকদের জিম্মি করে রেখেছে এই আলীম। চালাচ্ছে অপরাধ সাম্রাজ্য।
অপরদিকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ক্লাবের সিনিয়র সহ সভাপতি মকবুল হোসেন বাদী হয়ে এ জিডি দায়ের করেন।
মকবুল হোসেন তার দায়ের করা জিডিতে অভিযোগ করে জানান, আমি ও আমার সহকর্মী রুবেল আহমেদ, রাসেল মাহমুদ, দুলাল ভূইয়া ও শাহেল মাহমুদ রূপগঞ্জে নিরপেক্ষভাবে সাংবাদিকতা পেশায় আছি। পাশাপাশি আমরা সবাই রূপগঞ্জ প্রেস ক্লাবের সদস্য। রূপগঞ্জ প্রেস ক্লাবে গত ১৫/১৬ বছর যাবত উনি (আব্দুল আলিম) সভাপতি পদ দখল করে তিনি ও তার অনুগত কিছু অসাধু সাংবাদিক অর্থের বিনিময়ে বিভিন্ন বানোয়াট সংবাদ পরিবেশন করে বিভ্রান্ত করে আসছিল। আমরা এর প্রতিবাদ জানালে সভাপতি ও তার সন্ত্রাসী বাহিনী গত ৬ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সহকর্মী দুলাল ভূইয়ার বাড়িতে গিয়ে হুমকি দেয়া হয়।
উল্লেখ বিগত সময়ে অসংখ্য মামলায় আদালত কর্তৃক কয়েকটি ওয়ারেন্ট মাথায় নিয়ে মীর আব্দুল আলীম পুলিশের কর্মকর্তাদের জিম্মি করে একই টেবিলে খাওয়ার আয়োজন ও বৈঠক করে । এমন ওয়ারেন্টের ঘটনায় তোলপাড়ের সৃষ্টি হয়েছিলো ।
পুলিশ ছড়াও ভূমিদস্যুতাসহ নানান অপকর্ম নির্বিঘ্নে চালাতে জেলা প্রশাসনের অনেক কর্মকর্তাদের নানাভাবে জিমি করে আসছে সাংবাদিক নামধারী মীর আব্দুল আলীম ।
এমন অভিযোগ সম্পর্কে মীর আব্দুল আলীমের সাথে যোগাযোগের চেষ্টা করে তার মুঠোফোন বন্দ থাকায় কোন বক্তব্য পাওয়া যায় নাই
মীর আব্দুল আলীমের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গ অঞ্চল) মহিন ফরাজির সরকারী মুঠোফোনে অসংখ্যবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায় নাই।








Discussion about this post