রূপগঞ্জ উপজেলার শীতলক্ষা নদীর পাশে রূপসী এলাকার সিটি গ্রুপের সিটি অটো রাইস মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় ২ জন দগ্ধ হয়েছে।
শনিবার (২০ নভেম্বর) বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রথমে বয়লার বিস্ফোরণ হিসেবে মনে করা হলেও আসলে তা নয় বলে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা।
দগ্ধ দুজনের নাম পাওয়া যায়নি। তাদের ঢাকা মেডিক্যালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে ।
ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ পরিচালক তানহারুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন আহত হয়েছেন। আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। এটি বয়লার বিস্ফোরণ নয়, হোয়েটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। আহত দুজনকে ঢাকা মেডিক্যালে প্রেরণ করা হয়েছে।









Discussion about this post