রূপগঞ্জে একটি গুলি ভর্তি বিদেশি পিস্তলসহ ডাকাতির প্রস্তুতিকালে রাজিব হোসেন রাজু নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
আজ মঙ্গলবার (৩ আগস্ট) ভোরে উপজেলার তারাব পৌরসভার বরাব বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে। আটক রাজু ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার আব্দুল্লাহপুর এলাকার মৃত সলু কামালের ছেলে।
র্যাব-১১ এর উপ-পরিচালক মাহমুদুল হাসান জানান, কেরানীগঞ্জ এলাকার চিহ্নিত ডাকাত রাজু মঙ্গলবার ভোরে বরাব এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে র্যাবের কাছে সংবাদ ছিল। পরে ভোর ৬টার দিকে র্যাব ডাকাতির প্রস্তুতিকালে রাজুকে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ আটক করে। এ সময় তার সহযোগীরা কৌশলে পালিয়ে যায়।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন ।









Discussion about this post