নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস অ্যান্ড বেভারেজের সেজান জুস ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৩ জন হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার উপজেলার কর্ণগোপ এলাকায় ওই কারখানায় অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রাত সাড়ে ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা।
অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলে স্বপ্না রানী (৩৪) ও মিনা আক্তার (৩৩) নামে দুই নারী শ্রমিক নিহত হয়। রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর আরেকজনের মৃত্যু হয়। তার নাম মোরসালিন (২৮)
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম ঘটনাস্থলে দুইজন এবং ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যু নিশ্চিত করেছেন।
শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে কালো ধোঁয়ায় কারখানাটি অন্ধকার হয়ে যায়। এক পর্যায়ে শ্রমিকরা ছোটাছুটি শুরু করেন। কেউ কেউ ভবনের ছাদে অবস্থান নেন। আবার কেউ কেউ ছাদ থেকে লাফ দেন। এ সময় ঘটনাস্থলেই রানী ও মিনা আক্তার নামের দুই নারী নিহত হন।
নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল আল আরিফিন বলেন, ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া আটকা পড়া শ্রমিকদের উদ্ধারে চেষ্টা চলছে।









Discussion about this post