চলন্ত অবস্থায় রূপগঞ্জে কাভার্ডভ্যানের দরজা হঠাৎ খুলে যাওয়ায় সেই দরজার আঘাতে মোটর সাইকেলের গতি হারিয়ে সড়কে পরে আরোহী দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গত রবিবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সেফায়েত উল্লাহ সালমান কুমিল্লা জেলার বাহুরা এলাকার রবিউল হোসেনের ছেলে ও রকি মিয়া রূপগঞ্জ উপজেলার ভুলতা পাঁচাইখা এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে।
কাঁচপুর পুলিশ হাইওয়ে থানার এএসআই রানু মিয়া জানান, ইফতারের দাওয়াতে সেফায়েত উল্লাহ সালমান ও তার বন্ধু রকি মিয়া উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে মোটর সাইকেলযোগে কাঁচপুর যায়। সেখান থেকে ফেরার পথে রাত ৮টার দিকে উপজেলার তারাবো পৌরসভার ঢাকা-সিলেট মহাসড়কের রূপসী এলাকায় পৌছালে কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট: ১৮-৯১৩২) মোটর সাইকেলটিকে দূর্ঘটনা ঘটে ।
ঘটনাস্থলে মোটর সাইকেল চালক সেফায়েত উল্লাহ সালমানের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তার বন্ধু রকি মিয়াকে প্রথমে ইউএস বাংলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে নয় টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘাতক কাভার্ডভ্যান ও চালক মিজানুর রহমানকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানায় হাইওয়ে পুলিশ।









Discussion about this post