রূপগঞ্জের এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা (২৮) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের জিন্দা এলাকা থেকে এলাশ উদ্ধার করা হয়।
ভোলাব তদন্ত কেন্দ্রের এআই বোরহানউদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে ১টার দিকে এশিয়ান হাইওয়ে সড়কের জিন্দা এলাকায় সড়কের পাশে অজ্ঞাতনামা এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছেন। উদ্ধার হওয়া যুবকের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। রাতের যেকোন সময় সড়কে চলাচলরত কোন যানবাহনের ধাক্কা লেগে ঐ যুবকের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই আরো জানায়, নিহত যুবকটি মানসিক ভারসাম্যহীন। গত কয়েকদিন ধরে স্থানীয়রা এলাকায় ঘুরাফেরা করতে দেখেছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।









Discussion about this post