নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গত শুক্রবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার নোয়াগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, শুক্রবার কাঞ্চন পৌরসভার নোয়াগাঁও এলাকায় মাকে নিয়ে নানার বাড়িতে বেড়াতে আসে একই উপজেলার চারিতালুক এলাকার কবির হোসেনের সাড়ে ছয় বছরের শিশু পুত্র জিসান। বিকেলে জিসান (৫) তার তার মামাতো ভাই পানাউল্যাহর ছেলে তুরাগ (৫) বাড়ির পাশে খেলায় মেতে উঠে। এরপর থেকে তারা নিখোঁজ হয়।
পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাদের না পেয়ে দিশাহারা হয়ে পড়েন। রাতে দুই শিশুর লাশ বাড়ির পাশের পুকুরে ভেসে উঠে। পরে পরিবারের লোকজন তাদের লাশ উদ্ধার করে।









Discussion about this post