এনএনইউ রিপোর্ট :
রূপগঞ্জের ভূলতা ফাঁড়ির উপ পরিদর্শক নাদিরুজ্জামানের কাছ থেকে অস্ত্র লুটের ঘটনায় তোলপাড়ের সৃষ্ট হয়েছে জেলা পুলিশের মাঝে । ঘটনার দুই ঘন্টার মধ্যে রূপগঞ্জ থানা পুলিশ সাড়াসী অভিযান চালিয়ে এরই মধ্যে অলুট করা অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হক।
ভূলতা ওয়ার্ড যুবলীগের সভাপতি হামজাকে আটক করলে হামজার সহযোগি হৃদয় ও আড়িয়ানসহ অন্যান্য সন্ত্রাসীরা উপ পরিদর্শক নাদিরুজ্জামানকে এ সময় সন্ত্রাসীরা পিটিয়ে আহত করে । তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশের কয়েকজন কর্মকর্তা ।
পুলিশের একাধিক সূত্র জানায়, শনিবার ২৬ জানুয়ারী রাতে যুবলীগের ওয়ার্ড সভাপতি হামজা ভূলতা এলাকায় একটি ছিনতাইকারী চক্র নিয়ন্ত্রণ করে আসছিলো । হামজার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাকে আটক করে উপ পরিদর্শক নাদিরুজ্জামান । এমন দৃশ্য দেখে হামজার সহযোগি হৃদয়, আড়িয়ানসহ আরো কয়েকজন ছিনতাইকারী উপ পরিদর্শক নাদিরুজ্জামানকে পিটিয়ে আহত করে পুলিশের তারাশ নামের পিস্তল ছিনিয়ে নিয়ে যায় ।
এ রিপোর্ট লেখাকালীন সময়ে রাত ১১ টায় আসামীদের আটক করতে সাড়াসী অভিযান চলছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হক।









Discussion about this post