জাল জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র তৈরীর অভিযোগে রূপগঞ্জে তিন প্রতারককে গ্রেফতার করেছে র্যাব-১১।
রোববার (৫ সেপ্টেম্বর) রাতে ভুলতা তাত বাজারে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এসময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে জাল সনদপত্র তৈরীর সরঞ্জামাদি ৩টি সিপিইউ, ৩টি মনিটর, ৩টি স্ক্যানার, ৩টি প্রিন্টার ,৩টি হার্ডডিক্স ,৩টি নকল ঘওউ কার্ড, ৪টি ভুয়া সীল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত প্রতারকরা হলেন মোঃ ইমদাদুল হক (২৬), মোঃ ফারুক মিয়া (৫২) , পারভেজ (৩১) ।
সোমবার (৬ সেপ্টেম্বর ) র্যাব ১১- এর মিডিয়া অফিসার (আদমজী নগর, নারায়ণগঞ্জ) লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
র্যাবের এই কর্মকর্তা জানান, আসামীগণ দীর্ঘদিন যাবৎ রূপগঞ্জ থানার ভুলতা তাত বাজার মার্কেটস্থ আদর্শ সার্জিক্যাল দোকান নং-১০৩২, শাকিব কম্পিউটার এন্ড প্রিন্টিং দোকান নং ১০৪৩ এবং মা কম্পিউটার দোকান নং ১০৫০ এর ভিতরে অবৈধভাবে ভুয়া পরিচয়পত্র প্রস্তুত করে প্রতারণা করে আসছিল। প্রতারক দমনে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত প্রতারকদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
এমন ঘটনায় খোজ নিয়ে আরো জানা যায় নারায়ণগঞ্জের আনাচে কানাচে বাসা বাড়িতে এবং বিভিন্ন কম্পিউটার দোকানে দোকানে নানা পন্থায় এমন নকল সকল ধরণের সরকারী কাগজ তৈরী করে যাচ্ছে অপরাধীরা । এই অপরাধীরা এতটাই ধূর্ত তাদের সহজেই আটক করা কঠিন ।









Discussion about this post