রূপগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ১ হাজার ২৫০জন বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্তাদের মাঝে নগদ ৬ হাজার টাকা করে মোট ৩৯ লাখ ৮৪ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ২২ সেপ্টেম্বর উপজেলার কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, গাজী গ্রুপ ও যমুনা ব্যাংকের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা।
সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সমাজসেবা সহকারী পরিচালক সোলাইমান মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, কাঞ্চন পৌর মেয়র রফিকুল ইসলাম রফিক, দাউদপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ উপজেলা আ.লীগের সদস্য এমায়েত হোসেন, কাঞ্চন পৌর আ.লীগের সাধারণ সম্পাদক গোলাম রসূল কলি, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভূইয়া প্রমুখ।
পরে বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্তাদের মাঝে নগদ টাকা বিতরণ করা হয়।









Discussion about this post