সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থেকে লক্ষাধিক টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টায় ২নং ঢাকেশ্বরী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি সোহেল হোসেন ওরফে রুবেল (৩২) ভোলার দৌলতখাঁ থানার চরপাতা এলাকার বেলায়েত হোসেন এর ছেলে।
র্যাব-১১ কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম জানান, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১ লাখ ২ হাজার টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮ টার সময় সিদ্ধিরগঞ্জের ২নং ঢাকেশ্বরী এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা বিতরণকালে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন যাবৎ জাল টাকা সংগ্রহ করে জনসাধারণের সাথে প্রতারণা করে আসছে সে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।









Discussion about this post