নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
নারায়ণগঞ্জ শহরের টানবাজারে মাদক বিরোধী সভা চলাকালে আরজু বেগম (৪৫) নামের এক নারীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা মামলার আসামী রমজান হোসেন, পপি বেগম, হাসিনা বেগম, শহর বানু, সোনিয়া আক্তার, শফিকুর রহমান, মোঃ সাহাবুদ্দনেকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আাদলত ।
একই সাথে এই মামলার আসামী এডভোকেট হামিদা ওরফে লিজা, তার বোন এড. আসমাকে দুই দিন জেল গেইটে জিজ্ঞাসাবাদের জন্য আাদলতের বিজ্ঞ বিচারক কাউসার আলম নির্দেশ দিয়েছেন ।
আসামীদের উপস্থিতিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাউসার আলমের আদালতে শহরের টানবাজার এলাকায় আরজু বেগমকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা মামলায় আটককৃতদের রিমান্ড শুনানীকালে কয়েকশত আইনজীবী উপস্থিত হয়ে আসামীদের পক্ষে যুক্তি উপস্থাপন করে। দীর্ঘ সময় চলা যুক্তি তর্ক মেষে এড: লিজা ও তার বোন এড: আসমাকে জেল গেইটে জিজ্ঞাসাবাদ ও অপর ৭ জন আসামীকে ৩ দিন করে রিমান্ডের আদেশ দেয় ।
জানা যায়, ২৯ মার্চ শুক্রবার বিকেল পাঁচটার দিকে টানবাজার দক্ষিণ র্যালি বাগানে মাদক বিরোধী সমাবেশ চলাকালে মাদক নির্মূল কমিটির সদস্য দক্ষিণ র্যালি বাগানের মোঃ আক্তারের স্ত্রী আরজু বেগমকে মারধর করে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করে আসামীরা। পরে তার লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।
এই ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগ অ্যাডভোকেট হামিদা ওরফে লিজা, তার বোন অ্যাড. আসমা, হোসনা ও সরবানুসহ ৯ জনকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ ।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পূর্বে র্যালী বাগান এলাকাটি ছিল মাদকের হাট। এর থেকে পরিত্রাণ পেতে একটি মাদক নির্মূল কমিটি গঠন করা হয়। এই কমিটির একজন সদস্য হলেন আরজু বেগম। ইতোপূর্বে কমিটির তৎপরতায় এখান থেকে মাদক ব্যবসায়ীদের বিতাড়িত, গ্রেফতার ও অবাঞ্চিত ঘোষণা করা হয়।
স্থানীয়রা জানায়, এখানের মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের পর জামিনে ছাড়িয়ে আনার কাজটিই করে থাকেন দক্ষিন র্যালী বাগার বস্তির বাসিন্দা এড. হামিদা ওরফে লিজা ও তার বোন অ্যাড. আসমা। মূলত এ নিয়েই মাদক নির্মূল কমিটির সাথে তাদের দ্বন্দ্ব চলছিলো।









Discussion about this post