এনএনইউ ডেক্স :
র্যাব-১১’র একটি অভিযানিক দল ২৮ কেজি গাঁজাসহ নাজমুল হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে র্যাব-১১ এর চেকপোস্টে প্রাইভেটকারে তল্লাসী করে ওই গাঁজাসহ নাজমুল হোসেনকে গ্রেফতার করে।
এ সময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ওই প্রাইভেটকারটিও (ঢাকা মেট্টো-গ ১৭-৯৬৪৫) জব্দ করে র্যাব। গ্রেফতারকৃত নাজমুল হোসেন এর বাড়ী কুমিল্লা জেলার কসবা থানাধীন হাকর এলাকায়।
র্যাব-১১’র অতিঃ পুলিশ সুপার মোঃ আলেপ উদ্দিন (পিপিএম) জানান, গ্রেফতারকৃত নাজমুল দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। তার একমাত্র পেশা ছিল মাদক ব্যবসা।
জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে কুমিল্লা সীমান্ত দিয়ে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা বাংলাদেশে প্রবেশ করায় এবং বিভিন্ন কৌশলে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।









Discussion about this post