নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় রয়েল রিসোর্ট থেকে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নারীসহ আটকের পর তাকে ছিনিয়ে নিয়েছে সমর্থকরা ।
শনিবার ৪ এপ্রিল সন্ধ্যায় তাকে নিয়ে যায়। ওই সময়ে ওই রিসোর্টে ব্যাপক ভাঙচুর চালায় হেফাজতে ইসলামের কর্মী সমর্থকেরা।
পরে বিক্ষুব্ধ হেফাজত কর্মী সমর্থকেরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বিক্ষোভ, আওয়ামী লীগের অফিস ভাঙচুর করে।
জানা গেছে, শনিবার বিকেলে মামুনুল হক বিকেলে সোনারগাঁও রয়েল রিসোর্টে আসেন। তখন সঙ্গে একজন নারী ছিল। ওই সময়ে বিষয়টি দেখতে পায় সোনারগাঁওয়ের গণমাধ্যম কর্মীরা। গণমাধ্যম কর্মী দের সাথে উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, ছাত্রলীগ নেতা সোহাগ রনি উপস্থিত হয়ে রিসোর্টের ৫ম তালার ৫০১ নম্বর কক্ষে উপস্থিত হলে মাহমুনুল হক অপ্রস্তুত অবস্থায় রিসোর্ট ও তার সাথের নারী ফেলে পালানোর চেষ্টা করেন ।
মামুনুল হকের দাবি, সঙ্গে থাকা নারী নাম আমিনা তৈয়্যব। ২ বছর আগে তিনি বিয়ে করেছেন। তিনি দ্বিতীয় স্ত্রী। আমিনাকে সঙ্গে নিয়ে রিসোর্টে ঘুরতে গিয়েছিলেন তিনি।
মামুনুল হক বলেন, মাস্তান প্রকৃতির লোকেরা এসে আমাকে আমার ওয়াইফসহ নাজেহাল করেছে। আমাকে আক্রমণ করেছে। আমার বক্তব্য পরিষ্কার, আমরা এখানে একটু রিফ্রেশমেন্টের জন্য এসেছিলাম। এখানে অনেক উচ্ছৃঙ্খল লোক এসেছে। আপনারা দেখেছেন। আমি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।’
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, মামুনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন রয়েল রিসোর্টের একটি কক্ষে এক নারীসহ অবস্থান করছেন- এমন খবরে স্থানীয় লোকজন রিসোর্ট ঘেরাও করে। পরে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। মামুনুল হক পুলিশকে জানিয়েছেন সঙ্গে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। পরে পুলিশ তাকে নিরাপত্তা দিয়ে সেখান থেকে উদ্ধার করেছে।
এদিকে রাত ৭টায় শত শত হেফাজত সমর্থন রিসোর্টের সামনে জড়ো হন। সেখানে তারা গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। ওই সময়ে মামুনুল হক ও তার স্ত্রী বেরিয়ে আসে। বিক্ষুব্ধ জনতা তখন রিসোর্ট ভাঙচুর করে। লোকজন মামুনুল হককে সঙ্গে নিয়ে উপজেলার আমিনপুর ঈদগাহ ময়দানে যান। সেখানে মামুনুল হক বিক্ষুব্ধ জনতাকে শান্ত থাকতে বলেন। তিনি ওই এলাকা ছেড়ে গেলেও স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে।
মাহমুনুল হকের এমন কর্মকাণ্ডের বিষয়ে বিভিন্ন গণমাধ্যম থেকে আরো জানা যায়, তার প্রকৃত স্ত্রীর নাম রিসোর্টে ভিন্ন নারী নিয়ে অসংখ্য ভিডিও, অডিও রেকর্ড প্রকাশের পর ব্যাপক সমালোচনা ঝড় উঠেছে নারায়ণগঞ্জসহ সারাদেশে ।









Discussion about this post