আজ ২৬ মার্চ । মহান স্বাধীনতা ও বিজয় দিবস। এমন মহান স্বাধীনতা দিবসে পুরো জাতিকে প্রাণঘাতী করোনা ভাইরাসের কারনে লগডাউন ঘোষণা করেছে সরকার । আগামী ৪ এপ্রিল পর্যন্ত চলবে এই সাধারণ ছুটি ।
দেশবাসীকে নিজ ঘরে থাকার জন্য কঠোর নির্দেশ দিলেও নারায়ণগঞ্জ জেলার প্রধান প্রধান সড়ক পুরো ফাকা থাকলেও প্রতিটি পাড়া মহল্লায় দেখা গেছে উল্টো চিত্র ।
মহামারি করোনার প্রাদুর্ভাব ঠেকাতে এরই মধ্যে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার আর এই ছুটিতে অনেক এলাকায় দেখা গেছে আড্ডার মহাযজ্ঞ । এ ছাড়াও শহরের ওষুধের দোকান ও বাজারে রয়েছে উপচেপড়া ভীড় ।
সদর উপজেলার ফতুল্লা ও সদর থানা এলাকার কিছু চিত্র তুলে ধরা হলো : 
ফতুল্লার রেল স্টেশন, দাপা খোজপাড়া,সরদার পাড়া,বৌ বাজার,পাকিস্তান খাদ,লালপুর পৌষপুকুরপাড় এলাকা থেকে আজ বৃহস্পতিবার দুপুরে তোলা হয়েছে এমন চিত্র । অনেকেই যেন উৎসবের আমেজে ছুটি কাটাচ্ছেন ।
বন্ধ করে দেয়া হয়েছে আন্তর্জাতিকসহ অভ্যন্তরীণ রুটের বিমান, লঞ্চ, ট্রেন। আজ থেকে বাসও বন্ধ। মাঠে নামানো হয়েছে সেনাবাহিনীকেও।
সংক্রমণ ঠেকাতে সরকার থেকে নানা পরামর্শ আর নির্দেশনা জারি করা হলেও মানুষের মধ্যে সচেতনতা আসেনি। মানুষ ঘরে থাকার চেয়ে ছুটির আমেজে ঘুরে বেড়াচ্ছে। গণজমায়েত, আড্ডা এক সাথে ঘোড়াঘুড়ি চলছেই।









Discussion about this post