নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে শ্মশানের মাটি কররেফেলে ভাষা সৈনিক নাগিনা জোহা ও প্রয়াত সাংসদ বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমানের করব ডেকে ফেলার চেষ্টার ঘটনার নিন্দা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।
সেই সাথে তিনি এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে শ্মশ্মানের মাটি দিয়ে কবর ডেকে ফেলার যে ঘটনা ঘটানো হয়েছে তাতে আমি ব্যথিত, মর্মাহত এবং লজ্জিত। স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে নারায়ণগঞ্জ বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রতির অনন্য উদাহরণ। এমনকি সকল ধর্মের মানুষদের শেষ ঠিকানাও পাশাপাশি জায়গায়। একটি ধর্মীয় সম্প্রদায়ের শ্মশানের মাটি এনে আরেক ধর্মাবলম্বীদের কবরস্থানে করব ডেকে ফেলার ঘটনা নি:সন্দেহে যে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। তাই উক্ত ন্যাক্কারজনক ঘটনার সৃষ্টি করে যারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখছি।









Discussion about this post