নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন কে সামনে রেখে অনুষ্ঠিতব্য মেয়র পদে আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতীক বর্তমান মেয়র ও নারায়ণগহ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি চিকিৎসক সেলিনা হায়াৎ আইভীর হাতে তুলে দেওয়া হয়েছে।
রোববার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর সড়কে আওয়ামীলীগের কার্যালয়ে নৌকা প্রতীক তুলে দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এসময় নারায়ণগঞ্জের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সিটি কর্পোরেশনের নির্বাচনে সবাই এক সাথে কাজ করেন।’
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় আওয়ামীলীগ কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী সহ নেতাকর্মীরা। সন্ধ্যা সাড়ে ৭টায় দলীয় মনোনয়নের নৌকা প্রতীক পাওয়ার পর নেতাকর্মীদের নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন মেয়র আইভী।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এ বি এম মোজাম্মেল হক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
নারায়ণগঞ্জ থেকে মেয়র আইভীর সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সহ সভাপতি আরজু রহমান ভূঁইয়া, আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, আদিনাথ বসু, সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নিজাম আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু খন্দকার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নূর হোসেন, সদস্য শহিদুল্লাহ, আওয়ামীলীগ নেতা সাদেক মিয়া, ননী ভূঁইয়া প্রমুখ।









Discussion about this post