নারায়ণগঞ্জ শহরের চিহ্নিত ভুমিদস্যু, সন্ত্রাসী কর্মকাণ্ডের হোতাদের অপকর্মের চিত্র ধারণ করতে গিয়ে হামলার শিকার হয় ফটো সাংবাদিক প্রিতম । ঘটনা তিন দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত পুলিশ নগরীর চিহ্নিত এই অপরাধীদের গ্রেফতার করতে পারে নাই।
অথচ এই অপরাধীরা মামলার আসামী হয়ে চাষাড়াস্থ প্রেসক্লাবের সামনে ও সাংবাদিক সংগঠনের নেয়াদের সাথে ঘটনা মিমাংসা করতে গোপন বৈঠকের ঘটনায় ধিক্কার উঠেছে সর্বত্র ।
এখনো পর্যন্ত সাংবাদিক সংগঠনের কোন নেতৃবৃন্দ প্রীতমের উপর এমন হামলার ঘটনায় নিন্দা জ্ঞাপন না করলেও এমন ঘটনা পুজি করে নানাভাবে ফায়দা হাসিলে কেউ কেউ ব্যস্ত বলেও সমালোচনার ঝড় উঠেছে সাংবাদিক মহলে
নারায়ণগঞ্জে ফটো সাংবাদিক প্রীতমের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও হামলাকারীদের গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছেন তারা।
শনিবার (২৭ মার্চ) বেলা ১১টায় ‘নারায়ণগঞ্জের কর্মরত সাংবাদিকবৃন্দ’র ব্যানারে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে এ ঘটনায় পুলিশকে আরও কঠোর হওয়ার আহবান জানান। একইসাথে রোববার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও দেয়া হবে বলে মানববন্ধন থেকে জানানো হয়।
জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শহীদুল্লাহ রাসেলের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মোস্তফা করিম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শফিউদ্দিন বিটু, ফতুল্লা মডেল প্রেসক্লাবের সভাপতি আনিসুজ্জামান অনু, জেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মনির হোসেন, সাবেক সহসভাপতি রফিকুল্লাহ রিপন, জেলা ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দিকী, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ নারায়ণগঞ্জে কর্মরত বিভিন্ন স্তরের সাংবাদিকবৃন্দ।








Discussion about this post